Sports

Midnapore: কর্ণগড়ের রানী শিরোমণির ইতিহাস এবার পাঠ্যক্রমে! শালবনীতে রাজ্য ক্রীড়ার উদ্বোধনে আশ্বাস শিক্ষামন্ত্রীর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ ফেব্রুয়ারি: “কর্ণগড়ের রানী মাগো অস্ত্র ধরেছিল/ কলকাতার লোকে উকে চুয়াড় বলেছিল!” প্রচলিত এক লোকসঙ্গীত। তবে, ‘প্রচলিত’ এই ‘অপবাদ’ কি এবার ঘুচতে চলেছে? চুয়াড় বিদ্রোহের নেত্রী রানী শিরোমণির ইতিহাস পাঠ্যক্রমে আসুক, জঙ্গলমহলবাসী তথা মেদিনীপুরবাসীর দীর্ঘদিন ধরেই এই দাবি করে আসছিলেন। শুক্রবার শিরোমণির স্মৃতিধন্য কর্ণগড়ের অদূরে শালবনী নেতাজী সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে দাঁড়িয়ে সেই ‘দাবি’ পূরণের বিষয়েই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যেভাবে আন্তরিক আগ্রহ প্রকাশ করেছেন, তাতে অন্তত খুশি আপামর শালবনী তথা মেদিনীপুরবাসী।

রাজ্য ক্রীড়ার উদ্বোধনে:

বিজ্ঞাপন (Advertisement):

প্রসঙ্গত, মেদিনীপুর শহরের উপকন্ঠে শালবনীর কর্ণগড় থেকেই দ্বিতীয় চুয়াড় বিদ্রোহের (১৭৯৮-‘৯৯) নেতৃত্ব দিয়েছিলেন রানী শিরোমণি। রানী শিরোমণির ইতিহাস বিজড়িত সেই শালবনীতেই এবার আয়োজিত হচ্ছে প্রাথমিকের ‘৪০তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’। শুক্রবার শালবনীর নেতাজী সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে দু’দিন ব্যাপী এই রাজ্য ক্রীড়ার উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা প্রখ্যাত নাট্যকার ব্রাত্য বসু। রাজ্যের ২৪টি জেলার প্রায় ৮৭০ জন শিশু শিক্ষার্থীকে নিয়ে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের শাল-মহুয়ার দেশ শালবনীর এই স্টেডিয়ামে আয়োজিত রাজ্য ক্রীড়ার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বাংলা তথা দেশের দুই বিখ্যাত প্রাক্তন ফুটবলার প্রশান্ত ব্যানার্জি ও অলোক মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের আরেক ক্যাবিনেট মন্ত্রী (সেচ ও জলসম্পদ উন্নয়ন) মানস রঞ্জন ভুঁইয়া, দুই রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাত ও শিউলি সাহা, জেলাশাসক খুরশিদ আলী কাদেরী, পুলিশ সুপার ধৃতিমান সরকার, সাংসদ জুন মালিয়া, বিধায়ক সুজয় হাজরা, দীনেন রায়, অজিত মাইতি, রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সহ পর্ষদের অন্যান্য আধিকারিকরা। জঙ্গলমহলের ঐতিহ্যবাহী ধামসা-মাদলের তালে তালে এবং আদিবসী নৃত্য, ছৌ নৃত্য প্রভৃতির মধ্য দিয়ে অতিথিদের স্বাগত জানানো হয়।

শালবনী স্টেডিয়ামে:

উল্লেখ্য যে, ৪০তম এই বার্ষিক রাজ্য ক্রীড়ার পোডিয়াম (পুরস্কার বিতরণের মঞ্চ) তৈরি করা হয়েছে শিরোমণিকে উৎসর্গ করেই। মূল মঞ্চও হয়েছে রানীর রাজপ্রাসাদের আদলে। সেই সঙ্গে শ্রদ্ধা জানানো হয়েছে মেদিনীপুরের বীর স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের। মূল মঞ্চের পাশেই পূর্ণাবয়ব প্রতিকৃতি তৈরি করা হয়েছে নবজাগরণের অগ্রদূত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শহিদ ক্ষুদিরাম বসু, তিন অত্যাচারী জেলাশাসকের নিধনকারী বিমল দাশগুপ্ত, প্রদ্যোৎ ভট্টাচার্য, প্রভাংশু পাল, অনাথ বন্ধু পাঁজা, মৃগেন্দ্রনাথ দত্তের। অনুষ্ঠান মঞ্চে ওঠার আগে শিক্ষামন্ত্রী তাঁদের শ্রদ্ধা জানান। নিজের বক্তব্যেও তিনি তুলে ধরেন মেদিনীপুরের ঐতিহ্য ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। স্মরণ করেন ক্ষুদিরাম, প্রদ্যোৎ ভট্টাচার্যদের। সেই সঙ্গে পরাধীন ভারতবর্ষের প্রথম রাজনৈতিক বন্দিনী রানী শিরোমণির বীরত্বের কাহিনীর উপরও আলোকপাত করেন। ১৭৯৮-‘৯৯ খ্রিস্টাব্দে যেভাবে মেদিনীপুরের এই সমস্ত এলাকার কৃষকদের সংগঠিত করে ব্রিটিশদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন, সেই বীরগাথাই আরো একবার স্মরণ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী। বলেন, “ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের জন্মের প্রায় দু’দশক আগেই এই এলাকায় রানী শিরোমণি ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। কৃষক বিদ্রোহে (ব্রিটিশরা ব্যঙ্গ করে যে বিদ্রোহকে চুয়াড় বিদ্রোহ নাম দিয়েছিলেন) নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর ইতিহাস পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার বিষয়ে শ্রদ্ধেয় মন্ত্রী তথা ‘মেদিনীপুরের ভূমিপুত্র’ মানস রঞ্জন ভুঁইয়ার সঙ্গে আলোচনা হচ্ছিল। তিনি আমার কাছে এই আবেদন রেখেছেন। আমি কথা দিচ্ছি মুখ্যমন্ত্রীর অনুমোদনক্রমে এই বিষয়টি সিলেবাস কমিটির কাছে পাঠানোর উদ্যোগ গ্রহণ করব।” মঞ্চ থেকে নামার পরও শিক্ষামন্ত্রী জানান, “শিরোমণির বীরত্বের ইতিহাস পাঠক্রমে অন্তর্ভুক্ত করার বিষয়ে এর আগে কুনাল ঘোষও আমার কাছে আবেদন রেখেছিলেন। আজ, মাননীয় মন্ত্রী মানস বাবুও বললেন। আমি সর্বোতভাবে চেষ্টা করব, এটুকু আপনাদের আশ্বস্ত করছি।” মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া বলেন, “শিক্ষামন্ত্রীর এই আন্তরিক উদ্যোগ ও প্রচেষ্টাকে স্বাগত জানাচ্ছি। লক্ষ্মীবাঈয়ের জন্মগ্রহণের (১৮২৮) ১৬ বছর আগে ব্রিটিশদের হাতে বন্দিনী অবস্থায় মৃত্যুবরণ (১৮১২ সালের ১৭ সেপ্টেম্বর) করেছেন রানী শিরোমণি। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সেই ইতিহাস জানেন। সেজন্যই রেলমন্ত্রী থাকাকালীন তিনি যেমন শিরোমণির নামাঙ্কিত ট্রেন চালু করেছিলেন, ঠিক তেমনই রানীর গড়ের উন্নয়নে বিভিন্ন সময়ে কয়েক কোটি টাকা অনুমোদন করেছেন। শিরোমণির গড়টিকে রাজ্যের হেরিটেজ কমিশন প্রত্নতাত্ত্বিক মর্যাদাও দিয়েছে ইতিমধ্যে। এবার শিরোমণির ইতিহাস পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার বিষয়ে আশ্বস্ত করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী।”

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু:

বর্ণাঢ্য শোভাযাত্রা:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: খড়্গপুর স্টেশনে বসিয়ে দিয়ে পালিয়ে যায় ‘নিষ্ঠুর’ বাবা-মা; চিকিৎসক দম্পতির হাত ধরে মেদিনীপুরের হোম থেকে ইতালি পাড়ি পরিত্যক্ত কন্যার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ মার্চ: নারী দিবসের তিন দিন পরই নতুন বাবা-মা'র…

14 hours ago

Midnapore: আবৃত্তি-পড়াশোনা সবেতেই ‘চ্যাম্পিয়ন’, হুইল চেয়ারেই এগোচ্ছে বিরল রোগাক্রান্ত রূপসা! শিক্ষিকা হওয়ার স্বপ্ন ভুলেও ‘জয়ী’ সান্ত্বনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মার্চ: রূপসার বয়স তখন মাত্র দু'বছর। মিষ্টি মেয়েটির…

4 days ago

Kharagpur: খড়্গপুর টাউন থানার আইসি রাজীব পালকে ক্লোস করা হল রাজ্য পুলিশের তরফে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৮ মার্চ: একদিকে যখন বামেদের ছাত্র ধর্মঘটে SFI-DSO'র মহিলা কর্মীদের…

4 days ago

Kharagpur: রেল-পৌরসভার সমন্বয়ের অভাবে মুখ্যমন্ত্রীর পাঠানো এক্স-রে মেশিনে ধুলো জমছে এক বছর ধরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মার্চ: মেদিনীপুর পৌরসভার তৎপরতায় চলতি সপ্তাহেই শরৎপল্লী পৌর…

4 days ago

Midnapore: জলবায়ু-সঙ্কট মানব স্বাস্থ্যের পক্ষে হুঁশিয়ারি স্বরূপ! জাতীয় স্তরের বিতর্ক প্রতিযোগিতায় সাফল্য মেদিনীপুরের শ্রীজিতার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মার্চ: নবম জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় (9th National…

5 days ago

Midnapore: পুরী থেকে ফিরছিল টুরিস্ট বাস, হঠাৎই জাতীয় সড়কে চলন্ত ট্রাকের পেছনে ধাক্কা! ভোররাতে হুলুস্থূল কাণ্ড পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ মার্চ: পুরী থেকে পাণ্ডবেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সুবিশাল…

1 week ago