দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জুন:অতিমারীর পর বড়সড় ফুটবল ধামাকা দিতে চলেছে জেলা শহর মেদিনীপুর। বাংলা ফুটবলের ডার্বি হিসেবে পরিচিত- ইস্টবেঙ্গল (ব্রিগেড) বনাম মোহনবাগান (ব্রিগেড)- এর খেলা এবার শহরের অরবিন্দ স্টেডিয়ামে। আগামী রবিবার (২৬ জুন) অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচ। আর, এই মুহূর্তে সেই ম্যাচকে কেন্দ্র করেই উত্তেজনায় টগবগ করে ফুটছে মেদিনীপুর শহর। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের উদীয়মান ফুটবলার রাম ট্যান্ডনের (মাত্র ৩০ বছর বয়সেই হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান) স্মৃতির উদ্দেশ্যে এবং তাঁর পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে, একদিনের এই প্রর্দশনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে। আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরের পর থেকেই যার টিকিট পাওয়া যাবে স্টেডিয়ামের ৪ নং (চার নং) কাউন্টার থেকে। টিকিটের মূল্য ধার্য করা হয়েছে, যথাক্রমে – ৩০, ৫০ ও ১০০ টাকা। তবে, আয়োজকরা এই টাকা টিকিট-মূল্য হিসেবে নয়, অনুদান হিসেবেই গ্রহণ করতে ইচ্ছুক। পুরো অর্থ খেলার আয়োজনে এবং অকাল প্রয়াত ফুটবলারের পরিবারের সাহায্যে খরচ করা হবে বলে জানিয়েছেন প্রধান আয়োজক মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার সদস্যরা।

thebengalpost.net
এই মাঠেই হবে ম্যাচ (শ্রী অরবিন্দ স্টেডিয়াম) :

প্রসঙ্গত, মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থা ছাড়াও এই উদ্যোগে সামিল হয়েছে, কলকাতার বিখ্যাত ফুটবলারদের নিয়ে তৈরি ‘প্লেয়ার্স ফর হিউম্যানিটি’ এবং মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা। আয়োজকরা জানিয়েছেন, বেশ কয়েক বছর পর এই ধরনের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে মেদিনীপুর শহরে। মাঝখানে অতিমারী দশা কাটিয়ে তাই একেবারে ফুটবল ডার্বির ধামাকা দেওয়া হচ্ছে ফুটবল পাগল জেলা তথা শহরবাসীকে। আয়োজকদের তরফে, প্রদ্যোৎ ঘোষ, আশিস চক্রবর্তী, সন্দীপ সিংহ, সঞ্জীত তোরই-রা জানিয়েছেন, “ঐতিহাসিক শহরে এই ঐতিহাসিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। এই প্রথম ফুটবল ডার্বি অনুষ্ঠিত হতে চলেছে মেদিনীপুর শহর তথা অবিভক্ত মেদিনীপুর জেলাতে। প্রয়াত ফুটবলারের সাহায্যার্থে এটা প্রদর্শনী বা প্রীতি ম্যাচ হলেও, ম্যাচ ঘিরে উত্তেজনায় কাঁপছেন জেলাবাসী। আমরাও সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছি।” উল্লেখ্য যে, বুধবার দুপুরে অরবিন্দ স্টেডিয়াম প্রদর্শন করেছেন জেলা পুলিশের আধিকারিকরা। ম্যাচ ঘিরে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই বিষয়ে সমস্ত ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

thebengalpost.net
আগামীকাল (২৩ জুন) থেকেই টিকিট বিক্রি:

এদিকে, দুই দলের যেসকল বিখ্যাত বর্তমান ও প্রাক্তন ফুটবলাররা এই ম্যাচে অংশগ্রহণ করবেন তাঁরা হলেন, অভ্র মন্ডল, শুভাশিস রায়চৌধুরী, ডেনসন দেবদাস, রহিম নবি, অর্ণব মন্ডল, অসীম বিশ্বাস, দীপঙ্কর মন্ডল, সন্দীপ নন্দী, সুভাষ চক্রবর্তী এবং এই সময়ের অন্যতম প্রতিশ্রুতিমান ফুটবলার হীরা মণ্ডল প্রমুখ। ম্যাচের আগে মেদিনীপুর জেলা ও সদর মহকুমা ক্রীড়া সংস্থা ছাড়াও ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হবে মহামেডান স্পোর্টিং ক্লাব, মেদিনীপুর-এর পক্ষ থেকেও। আজ, বুধবার, একটি লাইভ অনুষ্ঠানে ‘প্লেয়ার্স পর হিউম্যানিটি’র পক্ষ থেকে রহিম নবি সকল মেদিনীপুরবাসীকে আহ্বান জানিয়েছেন, এই ফুটবল ম্যাচ মাঠে এসে উপভোগ করার জন্য। ম্যাচ শেষে দুই দলের ফুটবলারদের জার্সি নিলামে তোলা হতে পারে বলেও জানা গেছে।

thebengalpost.net
জেলা পুলিশের পরিদর্শন: