দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জুন: পশ্চিমবঙ্গ তথা উত্তর-পূর্ব ভারতের ২৭টি ইংরেজি মাধ্যম স্কুলকে নিয়ে দুই দিন ব্যাপী ‘CISCE রিজিওনাল গার্লস খো খো টুর্নামেন্ট-২০২৪’ আয়োজিত হল মেদিনীপুর শহরের সিপাইবাজারে অবস্থিত স্পোঅর্টস ডেভেলপমেন্ট একাডেমী বা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে। এবার এই প্রতিযোগিতা আয়োজনের অদায়িত্ব পেয়েছিল Council for the Indian School Certificate Examination (CISCE/ICSE-ISC) বোর্ডের অধীন মেদিনীপুর শহরের অন্যতম স্কুল রয়্যাল একাডেমী। শুক্রবার (২১ জুন) আয়োজিত অনুর্দ্ধ-১৭ বিভাগে চ্যাম্পিয়ন হয় দুর্গাপুরের প্রণবানন্দ বিদ্যামন্দির, রানার্স হয় হুগলির পান্ডুয়ার হোলি ক্রস স্কুল এবং তৃতীয় হয় শিলিগুড়ির আমবাড়ি সেন্ট যোসেফ স্কুল। অনুর্দ্ধ -১৯ বিভাগে চ্যাম্পিয়ান হয় কলকাতার হেরিটেজ স্কুল, রানার্স হয় শিলিগুড়ির আমবাড়ি সেন্ট যোসেফ স্কুল এবং তৃতীয় হয় কলকাতা পাবলিক স্কুল।
শনিবার (২২ জুন) অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৪ বিভাগে চ্যাম্পিয়ন হয় দার্জিলিঙের বাগডোগরার গুড শেফার্ড স্কুল, রানার্স হয় হুগলির পান্ডুয়ার হোলি ক্রস স্কুল, তৃতীয় হয় শিলিগুড়ির আমবাড়ির সেন্ট যোশেফ স্কুল। দু’দিন ধরে আয়োজিত এই টুর্নামেন্ট উপলক্ষে উপস্থিত হয়েছিলেন মেদিনীপুরের পৌরপ্রধান সৌমেন খান, সিএবি-র জেলা প্রতিনিধি সুজয় হাজরা, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সঞ্জীব তোরই, ভারতীয় রেডক্রশ সোসাইটির মেদিনীপুর শাখার সম্পাদক ডাঃ গোলোক বিহারী মাজি, CISCE-র রিজিওনাল স্পোর্টস কো-অর্ডিনেটর শৈলেশ পান্ডে, রিজিওনাল স্পোর্টস সাব কমিটির সদস্য ধীমান ঘোষ, স্পোর্টস ডেভলেপমেন্ট একাডেমির সম্পাদক শক্তিপ্রসাদ মিত্র, জন শিক্ষণ সংস্থার ডাইরেক্টর পতিত পাবন মুখার্জি, পঃবঃ এসসিএসটিএন্ড মাইনোরিটি ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ভীষ্মপ্রতিম অধিকারী সহ বিভিন্ন বিদ্যালয় তথা বোর্ডের পক্ষে সুজয় বিশ্বাস, সুব্রত চট্টোপাধ্যায়, আবীরা দাস, দেবিকা সরকার, পার্থসখা পাত্র, রবীন্দ্রনাথ মাইতি, নিতাই কর প্রমুখ। আয়োজক স্কুল তথা মেদিনীপুর রয়্যাল একাডেমির অধ্যক্ষ সত্যব্রত দোলই বলেন, “আমরা সফলভাবে এই রিজিওনাল গার্লস খো খো টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি। সংশ্লিষ্ট সকলকে জানাই ধন্যবাদ।”