Sports

Bengal Pro T20 League: IPL-র ধাঁচে জুনেই শুরু CAB-র T-20 লিগ! মেদিনীপুর উইজার্ডস কিনল রশ্মি গ্রুপ, মেন্টর লক্ষ্মীরতন

মণিরাজ ঘোষ, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর, ২১ এপ্রিল: BCCI (Board of Control for Cricket in India) এর ‘ব্রেন চাইল্ড’ IPL (Indian Premier League) এখন গোটা বিশ্বে জনপ্রিয়। এবার সেই আইপিএলের ধাঁচেই CAB (Cricket Association of Bengal)-র উদ্যোগে শুরু হতে চলেছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ (Bengal Pro T20 League)। চলতি বছরের (২০২৪) জুন মাসেই শুরু হতে চলেছে বাংলার তথা পশ্চিমবঙ্গের পুরুষ ও মহিলা ক্রিকেটারদের নিয়ে ‘চমকপ্রদ’ এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। ইতিমধ্যেই, পুরুষ ও মহিলা বিভাগের ৮টি করে ফ্র্যাঞ্চাইজির নামও ঠিক করে ফেলা হয়েছে। এমনকি দলগুলি কিনেও ফেলেছে বিভিন্ন কোম্পানি বা সংস্থা। ৮টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে অন্যতম মেদিনীপুর উইজার্ডস (Medinipur Wizards) কিনেছে রশ্মি গ্রুপ (Rashmi Group)। পুরুষ ও মহিলা দল দু’টির নাম রাখা হয়েছে- রশ্মি মেদিনীপুর উইজার্ডস (Rashmi Medinipur Wizards)।

শনিবার কলকাতায়:

বিজ্ঞাপন (Advertisement):

দলের মেন্টর তথা পরামর্শদাতা হয়েছেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান কোচ লক্ষ্মীরতন শুক্ল। শনিবার (২০ এপ্রিল) কলকাতায় এই সংক্রান্ত যাবতীয় বিষয় স্থির হওয়ার সাথে সাথেই লক্ষ্মীরতনের হাত ধরে রশ্মি মেদিনীপুর উইজার্ডসের লোগোও প্রকাশিত হয়। খুব তাড়াতাড়ি পুরুষ ও মহিলা দু’টি দলেরই জার্সিও প্রকাশ্যে আসবে বলে ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে। শনিবার কলকাতায় উপস্থিত হয়েছিলেন রশ্মি ম্যানেজমেন্ট গ্রুপের তরফে শোভন ভট্টাচার্য, ইন্দ্রনীল ভট্টাচার্য, ভাস্কর চৌধুরী, এল.বি চৌরাসিয়া প্রমুখ। শোভন বলেন, “আমরা প্রথম থেকেই মেদিনীপুরের দলটি কিনতে চেয়েছিলাম। সিএবি-কে অসংখ্য ধন্যবাদ সেই টিমই পেয়েছি। আমাদের রশ্মি গ্রুপের কারখানা রয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর এবং ঝাড়গ্রাম এলাকায়। ওই সমস্ত এলাকা থেকেও ক্রিকেটাররা সুযোগ পাবেন। এর থেকে ভালো আর কি হতে পারে!” দু’টি টিমের জন্য আপাতত আড়াই কোটি টাকা (পুরুষ দল) এবং পঞ্চাশ লক্ষ টাকা (মহিলা দল) খরচ করতে হয়েছে বলেও জানিয়েছেন শোভন ভট্টাচার্য। তিনি এও জানান, এই ক্রিকেট লিগ শুরু হতে পারে আগামী ১২ জুন। মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সঞ্জিত তোরই থেকে সিএবি-র পশ্চিম মেদিনীপুর জেলা প্রতিনিধি সুজয় হাজরা প্রমুখ। সঞ্জিত বলেন, “রশ্মি গ্রুপকে শুভেচ্ছা জানাই। মেদিনীপুরের টিমের নাম ‘রশ্মি মেদিনীপুর উইজার্ডস’। আমরা আশাবাদী মেদিনীপুরের ছেলে-মেয়েরা এই ক্রিকেট লিগে সত্যি সত্যিই ‘জাদু’ (উইজার্ডস মানে জাদুকর) দেখাবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলার পুরুষ ও মহিলা ক্রিকেটারদের সুযোগ করে দিতে তথা বাংলার প্রত্যন্ত বিভিন্ন জেলা থেকে প্রতিভা খুঁজে বের করতেই সিএবি-র এই উদ্যোগ। আপাতত ঠিক করা হয়েছে, এই ক্রিকেট লিগে কোন বিদেশি বা ভিন রাজ্যের ক্রিকেটাররা খেলবেন না। শুধুমাত্র বাংলার ক্রিকেটাররাই খেলবেন। ইতিমধ্যে, পুরুষ ও মহিলা বিভাগের মোট ১৬টি ফ্র্যাঞ্চাইজি বা দলের জন্য প্রায় ৩০০ ক্রিকেটার বেছে নেওয়া হয়েছে। বাংলার সিনিয়র, জুনিয়র (অনূর্ধ্ব ১৯, ১৭ প্রভৃতি) দল সহ তারা বিভিন্ন জেলার হয়ে প্রতিনিধিত্ব করেন। তালিকায় মেদিনীপুর (অখন্ড মেদিনীপুর)-র একাধিক ক্রিকেটারও আছেন। এই সমস্ত ক্রিকেটারদের নিয়েই প্রতিটি টিম তৈরি করা হবে। পুরুষ দলের প্রতিটি খেলায় ইডেন গার্ডেন্সে (Eden Gardens) হওয়ার কথা। মহিলাদের খেলাগুলি ইডেন ছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে (চিংড়িঘাটার মাঠে) হওয়ার কথা। শনিবার লক্ষ্মীরতন শুক্ল সাংবাদিকদের জানিয়েছেন, “বেঙ্গল প্রো টি-টোয়েন্টি ক্রিকেট লিগের ভাবনা সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি সভাপতি থাকাকালীনই শুরু হয়েছিল। অভিষেক ডালমিয়া তখন সচিব ছিলেন। যাই হোক স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের আমলে এসে শেষ পর্যন্ত সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এজন্য সিএবি কর্তৃপক্ষকে ধন্যবাদ।” এর ফলে বাংলা থেকে আরও সম্ভাবনাময় বা প্রতিভাবান ক্রিকেটাররা উঠে আসবেন বলেও আশাবাদী লক্ষ্মীরতন।

রশ্মি মেদিনীপুর উইজার্ডস:

News Desk

Recent Posts

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

10 hours ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

12 hours ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

2 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

2 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

3 days ago

Midnapore: ‘দ্রোণাচার্য’ পুরস্কারে ভূষিত হলেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…

3 days ago