Sports

Midnapore: প্রাথমিকের পড়ুয়াদের নিয়ে মহকুমাস্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জানুয়ারি: মেদিনীপুর সদর মহকুমার প্রায় ১০০০টি প্রাথমিক স্কুল, শিশু শিক্ষা কেন্দ্র ও মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের নিয়ে মহকুমাস্তরীয় ষষ্ঠ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মেদনীপুর শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে। বৃহস্পতিবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন হয়। চক্র পর্যায়ে সফল (প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী) ৫২৫ জন পড়ুয়া মোট ৩৬-টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে। এই পর্যায়ে সফলদের নিয়ে আগামী ২৯ ও ৩০ জানুয়ারি শ্রী অরবিন্দ স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে জেলা পর্যায়ের প্রতিযোগিতা। মহকুমাস্তরীয় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সিএবি প্রতিনিধি সুজয় হাজরা। এছাড়াও বিভিন্ন সময়ে এদিন মাঠে উপস্থিত হয়ে পড়ুয়া ও শিক্ষকদের উৎসাহিত করেন, বিধায়ক দীনেন রায়, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধাপতি প্রতিভা রানী মাইতি, শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, DPSC-র প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই, মহকুমা ক্রীড়ার আহ্বায়ক তথা এ.আই ধৃতিমান রায় প্রমুখ।

অরবিন্দ স্টেডিয়ামে:

সিএবি প্রতিনিধি সুজয় হাজরা থেকে বিশিষ্ট শিক্ষক তথা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই প্রমুখ বলেন, বর্তমান সরকারের উদ্যোগেই মহকুমাস্তরীয় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হচ্ছে। আগে চক্র থেকে সরাসরি জেলা পর্যায়ের প্রতিযোগিতা হতো। এই খেলাতে সমস্ত স্বীকৃত শিক্ষক সংগঠনই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাও জানিয়েছেন তিনি। এদিনের খেলায় মহাকুমার মধ্যে সদর গ্রামীণ চক্রের পড়ুয়ারা সবথেকে বেশি পদক জয় লাভ করেছে বলেও উদ্যোক্তারা জানিয়েছেন। প্রতিটি বিভাগের চারজন করে পড়ুয়াকে পুরস্কৃত করা হয়েছে বলেও জানানো হয়েছে তাঁদের তরফে।

News Desk

Recent Posts

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

14 hours ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

17 hours ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

2 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

2 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

3 days ago

Midnapore: ‘দ্রোণাচার্য’ পুরস্কারে ভূষিত হলেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…

3 days ago