Sports

Midnapore: প্রাথমিকের পড়ুয়াদের নিয়ে মহকুমাস্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জানুয়ারি: মেদিনীপুর সদর মহকুমার প্রায় ১০০০টি প্রাথমিক স্কুল, শিশু শিক্ষা কেন্দ্র ও মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের নিয়ে মহকুমাস্তরীয় ষষ্ঠ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মেদনীপুর শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে। বৃহস্পতিবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন হয়। চক্র পর্যায়ে সফল (প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী) ৫২৫ জন পড়ুয়া মোট ৩৬-টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে। এই পর্যায়ে সফলদের নিয়ে আগামী ২৯ ও ৩০ জানুয়ারি শ্রী অরবিন্দ স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে জেলা পর্যায়ের প্রতিযোগিতা। মহকুমাস্তরীয় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সিএবি প্রতিনিধি সুজয় হাজরা। এছাড়াও বিভিন্ন সময়ে এদিন মাঠে উপস্থিত হয়ে পড়ুয়া ও শিক্ষকদের উৎসাহিত করেন, বিধায়ক দীনেন রায়, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধাপতি প্রতিভা রানী মাইতি, শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, DPSC-র প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই, মহকুমা ক্রীড়ার আহ্বায়ক তথা এ.আই ধৃতিমান রায় প্রমুখ।

অরবিন্দ স্টেডিয়ামে:

সিএবি প্রতিনিধি সুজয় হাজরা থেকে বিশিষ্ট শিক্ষক তথা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই প্রমুখ বলেন, বর্তমান সরকারের উদ্যোগেই মহকুমাস্তরীয় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হচ্ছে। আগে চক্র থেকে সরাসরি জেলা পর্যায়ের প্রতিযোগিতা হতো। এই খেলাতে সমস্ত স্বীকৃত শিক্ষক সংগঠনই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাও জানিয়েছেন তিনি। এদিনের খেলায় মহাকুমার মধ্যে সদর গ্রামীণ চক্রের পড়ুয়ারা সবথেকে বেশি পদক জয় লাভ করেছে বলেও উদ্যোক্তারা জানিয়েছেন। প্রতিটি বিভাগের চারজন করে পড়ুয়াকে পুরস্কৃত করা হয়েছে বলেও জানানো হয়েছে তাঁদের তরফে।

News Desk

Recent Posts

Midnapore: কলকাতার পর এবার মেদিনীপুর শহরেও মেয়েদের পোশাকের সম্ভার নিয়ে হাজির ‘মনময়ূরী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৫ অক্টোবর: পুজোর অগেই জেলা শহর মেদনীপুরে মেয়েদের আধুনিক থেকে সাবেকি…

51 mins ago

Kharagpur: খড়্গপুর শহরে বিগ বাজেটের পুজো ১২টি; যান নিয়ন্ত্রণ পঞ্চমীর দিন বিকেল ৪টা থেকে! মণ্ডপে যাওয়ার আগে জেনে নিন বিস্তারিত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৪ অক্টোবর: খড়্গপুর শহরের পুজো গাইডম্যাপ প্রকাশ করা হল শুক্রবার…

13 hours ago

Midnapore: বিকেল ৩টা থেকে ভোর ৩টা; চতুর্থী থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ মেদিনীপুর শহরে! থাকছে ‘গ্রিন করিডর’

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৪ অক্টোবর: চতুর্থী অর্থাৎ ৭ অক্টোবর থেকে দ্বাদশী অর্থাৎ ১৪ অক্টোবর…

17 hours ago

Midnapore: মহকুমা ফুটবল লিগের B ডিভিশনে চ্যাম্পিয়ন হল মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব, মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ অক্টোবর: মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে মহকুমার…

1 day ago

Midnapore: মামা-ভাগ্নার লালসার শিকার নাবালিকা! ২ বছরের মাথায় দুই ‘গুণধর’-কেই দোষী সাব্যস্ত করে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিল মেদিনীপুর জেলা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ অক্টোবর: সম্পর্কে আত্মীয় এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় দুই…

2 days ago

Durga Puja: রীতি মেনে মহালয়ার দিন থেকেই শারদোৎসবের সূচনা শালবনী টাঁকশালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ অক্টোবর: রীতি ও ঐতিহ্য মেনে বুধবার অর্থাৎ 'মহালয়া'র…

2 days ago