মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২ এপ্রিল: শান্তি ও অহিংসার বার্তা দিতে রবিবার (২ এপ্রিল) দেশ জুড়ে অনুষ্ঠিত হলো ‘আইআইএফএল জিতো অহিংসা রান (IIFL JITO AHIMSA RUN)। দেশের প্রতিটি রাজ্যে ১০ কিলোমিটার এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিল্লি থেকে এই প্রতিযোগিতার সূচনা করেন (Flags Off) দেশের আইনমন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju)। রবিবার সকালে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেও অনুষ্ঠিত হয় এই আইআইএফএল জিতো অহিংসা রান (IIFL Jito Ahimsa Run)। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে এই দৌড়ের সূচনা হয়। শেষ হয় যুবভারতী ক্রীড়াঙ্গনেই। আর, এই দৌড় প্রতিযোগিতাতেই প্রথম হলেন জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের পিড়াকাটা সংলগ্ন লালেরডিহির বছর ২১’র যুবক তথা এই মুহূর্তে বাংলার অন্যতম সেরা দৌড়বিদ অনুপম মাহাত।

thebengalpost.net
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে শুরু হয় প্রতিযোগিতা:

মাত্র ৩৪ মিঃ ৪৩ সেকেন্ডে অনুপম ১০ কিলোমিটার দৌড় শেষ করেন। প্রতিযোগিতায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী হয়েছেন যথাক্রমে- ঋষিকেশ চক্রবর্তী এবং বুলা মণ্ডল। প্রথম স্থানাধিকারী হিসেবে অনুপমের হাতে ‘আইআইএফএল অহিংসা’ (www.ahimsarun.com)’র তরফে ১৫,০০০ টাকা তুলে দেওয়া হয়। রবিবার দুপুর নাগাদ এই খবর আসার পরে উচ্ছ্বসিত শালবনীবাসী। শালবনী ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ জানিয়েছেন, “অনুপম শুধু শালবনীর গর্ব নয়, মেদিনীপুর তথা বাংলারও গর্ব।” এ প্রসঙ্গে এও উল্লেখ্য, সম্প্রতি কলকাতা পুলিশের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথন’ প্রতিযোগিতাতেও নিজের বিভাগে বাংলা থেকে চ্যাম্পিয়ন হয়েছিলেন অনুপম। এছাড়াও, গত ৫ ফেব্রুয়ারি তমলুকে অনুষ্ঠিত মিনি ম্যারাথন বা হাফ ম্যারাথন প্রতিযোগিতাতেও চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এমনকি, গত ২৩ জানুয়ারি মেদিনীপুর শহরে অনুষ্ঠিত দশ মাইল দৌড় প্রতিযোগিতাতে তৃতীয় স্থান অধিকার করেছিলেন ‘জঙ্গলমহলের গর্ব’ অনুপম। স্বভাবতই জঙ্গলমহলবাসী তথা আপামর মেদিনীপুরবাসী চান, অনুপমের এই স্বপ্নের দৌড় চলতে থাকুক!

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):