Sports

Midnapore Derby: কিছুক্ষণ পরেই মেদিনীপুরের মাঠে ইস্টবেঙ্গল-মোহনবাগান! টিকিটের জন্য হাহাকার, বন্ধ হল কাউন্টার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুন: আর কিছুক্ষণ পরেই (দুপুর ৩ টা) মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে শুরু হতে চলেছে ইস্টবেঙ্গল ব্রিগেড বনাম মোহনবাগান ব্রিগেড-এর বহু প্রতীক্ষিত সেই ডার্বি ম্যাচ। আর এই ম্যাচকে ঘিরেই শেষ মুহূর্তের তৎপরতা লক্ষ্য করা গেল স্টেডিয়াম চত্বরে। এদিকে, ৫১০০ টিকিট-ই বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থা’র যুগ্ম সম্পাদক সঞ্জীত তোরই এবং সন্দীপ সিংহ জানিয়েছেন, “৫২০০ আসনের জন্য ৫১০০ টিকিট কাউন্টারে বিক্রির জন্য দেওয়া হয়েছিল। বাকি ১০০ ক্রীড়া প্রশাসকদের জন্য সংরক্ষিত। সমস্ত টিকিট-ই বিক্রি হয়ে গেছে। আজ (রবিবার) সকাল থেকে প্রায় ১৫০০ টিকিট বিক্রি হয়েছে।” তাই, কাউন্টারের বাইরে দেখা গেল টিকিটের জন্য হাহাকার। বহু বছর পর মেদিনীপুর শহরের এই ঐতিহাসিক অরবিন্দ স্টেডিয়ামে এরকম বড় ম্যাচের আয়োজন করা হয়েছে। তাই, ফুটবল প্রেমীদের চরম উত্তেজনা ও আগ্রহ ছিল ম্যাচ ঘিরে। গত বৃহস্পতিবার (২৩ জুন) থেকে টিকিট বিক্রি শুরু হয়েছিল। চারদিনেই সমস্ত টিকিট নিঃশেষিত!

বন্ধ হল কাউন্টার :

এদিকে, ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রশাসকরা। সকাল থেকেই অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) অম্লান কুসুম ঘোষের নেতৃত্বে পুলিশ প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা গেছে। আছেন, ডিএসপি (অ্যাডমিনিস্ট্রেশন) সহ মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ আধিকারিকরা। এই বড় ম্যাচের রেফারির ভূমিকায় থাকছেন প্রাক্তন জাতীয় রেফারি তথা মেদিনীপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সম্পাদক ইন্দ্রজিৎ পানিগ্রাহী। লাইনসম্যানরা হলেন, যথাক্রমে – দীপক মজুমদার, রতন‌ শিকারিয়া, জগদীশ হাঁসদা, অসিত দত্ত। দুই দলের সম্ভাব্য একাদশে থাকছেন, অভ্র মন্ডল, হীরা মণ্ডল, মহম্মদ রফিক, অর্ণব মন্ডল, অ্যান্টনি সরেন প্রমুখ (ইস্টবেঙ্গল) এবং সন্দীপ নন্দী, ডেনশন দেবদাস, অসীম বিশ্বাস, লালকমল ভৌমিক, সেখ শাহিল প্রমুখ (মোহনবাগান)।

স্টেডিয়ামের বাইরে:

News Desk

Recent Posts

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

2 hours ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

2 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

3 days ago

Vidyasagar University: কদর বাড়ছে কর্পোরেট চাকরির, নামমাত্র খরচে সংক্ষিপ্ত কোর্সের সূচনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এমবিএ (MBA) পড়ানো হয় সেই…

4 days ago

Midnapore: ‘অযোগ্যদের বরখাস্ত করতে হবে!’ মেদিনীপুরে দাবি তুললেন যোগ্যরা, স্কুলমুখো হলেননা বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকাই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। আশায় বুক বেঁধেছিলেন প্রধান…

6 days ago

Midnapore: “আবার বিপ্লব হবে!” মেদিনীপুরের মাটি ছুঁয়ে শপথ চাকরিহারা শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল: "আমি যদি অযোগ্য হই...যান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে…

1 week ago