Special Article

Midnapore: মেয়েকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন সকলের মাঝে, স্মৃতির উদ্দেশ্যে গড়ে দিলেন স্কুল ভবন! গর্বিত বিদ্যাসাগরের মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ মার্চ: মেধাবী মেয়ে তখন বি.এসসি নার্সিং (B.Sc Nursing) এ পাঠরতা। মেয়েকে ছাড়তেই বাইকে করে স্থানীয় বাস স্টপেজে গিয়েছিলেন। মেয়েকে নামিয়ে, বাইক স্ট্যান্ড করার সময়ই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা! একটি কয়লা বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে বছর ২৩ এর গার্গী-কে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নং ব্লকের দুবরাজপুর নেতাজি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন্দ্র চৌধুরী’র ছোট মেয়ে গার্গী’র! ২০১৯-এর ১৫ সেপ্টেম্বরের সেই ভয়াবহ স্মৃতি স্মরণ করলে, আজও কান্নায় ভেঙে পড়েন কন্যাহারা স্বপন বাবু। অন্তরে শোকের সাগর বয়ে বেড়াচ্ছেন সপরিবারে! চেয়েছিলেন আদরের ছোট মেয়েকে সকলের মাঝেই বাঁচিয়ে রাখবেন। সেই ইচ্ছে থেকেই মেয়ের নামে গড়ে দিলেন দু’টি স্কুল ভবন। নাম দিলেন, ‘গার্গী ভবন’। অবসর গ্রহণের তিনমাস পর, তাঁর অবসরকালীন সংবর্ধনা উপলক্ষে, নিজের সেই প্রাণপ্রিয় দুবরাজপুর নেতাজি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা’তে গড়ে দেওয়া দুটি ভবনের উদ্বোধন হল মঙ্গলবার (২২ মার্চ)! এই স্কুলেই বাবার হাত ধরে প্রাথমিকের পাঠ নিতে আসতো গার্গীও। এদিন তাই ফের একবার শোকে, স্মৃতিতে, আবেগ আর অন্তরবেদনায় হাউহাউ করে কেঁদে উঠলেন স্বপন বাবু! সকলে জড়িয়ে ধরলেন তাঁদের প্রিয় শিক্ষক মশাইকে।

উদ্বোধনের সময় কেঁদে ভাসালেন শিক্ষক সৌমেন্দ্র চৌধুরী :

সন্তান হারানোর শোক বুকে লালন করলেও, আদরের কন্যার ‘স্মৃতি’ সকলের মাঝে উজ্জ্বল করে রাখতেই
দুবরাজপুর নেতাজি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌমেন্দ্র চৌধুরী’র এই প্রয়াস! সাড়ে চার লক্ষ টাকা ব্যয়ে গড়ে দিয়েছেন স্কুলের দোতলার দু’টি ভবন। তাঁর এই মহান ভাবনা ও উদ্যোগ-কে সমর্থন জানিয়েছেন স্ত্রী শম্পা চৌধুরী এবং বড় মেয়ে কঙ্কনা চৌধুরী-ও। ফের একবার যা ‘মহামনীষী’ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেদিনীপুর-কে গর্বিত করলো। প্রসঙ্গত, ২০২১-এর ডিসেম্বর মাসে অবসর গ্রহণ করেছেন সৌমেন্দ্র বাবু। তবে, অতিমারী পরিস্থিতিতে তাঁর অবসরকালীন সংবর্ধনা স্থগিত রেখেছিলেন স্কুলের শিক্ষক মশাইরা! সৌমেন্দ্র বাবু-ও চেয়েছিলেন, তাঁর অন্তরের বাসনা আগে পূরণ হোক; তারপর তিনি সংবর্ধনা নেবেন। অবশেষে, ভবন উদ্বোধন আর সংবর্ধনা, একদিনেই সম্পন্ন হলো এক আবেগমথিত পরিবেশে! শোকে আর স্মৃতিতে ভেসে গিয়ে সৌমেন্দ্র বাবু বললেন, “নিজের হাতে খাইয়ে, মেয়েকে এই স্কুলে নিয়ে আসতাম। তারপর বড় হলো, নার্সিংয়ে সুযোগ পেল! নিয়তির নিষ্ঠুর পরিহাসে, হঠাৎ একদিন সব শেষ। তবে, সশরীরে ও হারিয়ে গেলেও, ওর স্মৃতি যাতে এই কচিকাঁচাদের মধ্যেই উজ্জ্বল হয়ে থাকে, সেজন্যই এই ভাবনা!” চোখে জল সৌমেন্দ্র বাবুর। প্রিয় শিক্ষককে জড়িয়ে ধরে তখন কাঁদছেন সকলেই!

সকলের মাঝে শিক্ষক মশাই :

গার্গী চৌধুরী (ছবি- ফেসবুক) :

News Desk

Recent Posts

Laxmi Puja: মা লক্ষ্মীর কাছে কন্যা ‘তিলোত্তমা’র জন্য বিচার চাইলেন মেদিনীপুরের রমাপ্রসাদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৮ অক্টোবর: কোজাগরী লক্ষ্মী পুজোতেও আর জি কর কাণ্ডের প্রতিবাদ!…

1 day ago

Midnapore: মেদিনীপুর বিধানসভার একশো শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী, থাকবে CCTV ক্যামেরাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: মঙ্গলবার (১৫ অক্টোবর) উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে…

2 days ago

Midnapore: টিউশন পড়ে বাড়ি ফিরছিল, সজোরে ধাক্কা পিকাপ ভ্যানের! কোজাগরীর পরের দিনই লক্ষ্মী-বিদায় পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: টিউশন পড়া শেষ করে নিজের সাইকেল নিয়ে…

2 days ago

Midnapore: মেদিনীপুর বিধানসভার উপ-নির্বাচন ১৩ নভেম্বর! আদর্শ আচরণবিধি লাগু হতে চলেছে ১৮ অক্টোবর থেকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৫ অক্টোবর: মেদিনীপুর সহ রাজ্যের ৬টি এবং দেশের ৪৮টি বিধানসভায় উপ-নির্বাচন…

4 days ago

Midnapore: মেদিনীপুরের প্রার্থী ভূমিপুত্রই! বিজয়ার প্রণাম সেরে দিদির কাছ থেকে মিষ্টি আর ‘প্রশংসা’ নিয়ে ফিরলেন সুজয়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৫ অক্টোবর: মহারাষ্ট্র ও ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে…

4 days ago

Midnapore: মেদিনীপুরের পুজো কার্নিভালে সংস্কৃতি থেকে সচেতনতার বার্তা; ‘নারীশক্তির জয়গান’ গেয়ে নজর কাড়ল পুলিশ লাইন হাউসিং দুর্গাপূজা কমিটি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ অক্টোবর: নারীশক্তির জয়গানের মধ্য দিয়েই মাতৃশক্তির বন্দনা, দেবী…

4 days ago