দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২৩ জুলাই: মন্ত্রী ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায় দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাট থেকে বস্তা বস্তা ২০০০ আর ৫০০ টাকার নোট উদ্ধার হয়েছে শুক্রবার সন্ধ্যায়। যার পরিমাণ ২০ কোটি টাকার-ও বেশি বলে জানিয়েছে ইডি (এনফোর্সমেন্ট ডাইরেক্টর)। সূত্র বলছে, এই ফ্ল্যাট-টি নাকি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ই তাঁর বিশেষ ঘনিষ্ঠ এই বন্ধুকে ‘উপহার’ হিসেবে দিয়েছিলেন। শুধু তাই নয়, মন্ত্রীর সঙ্গে এই সুন্দরী রমনী নাকি বিদেশ ভ্রমণেও গেছেন! অনেকটা যেন সুদীপ্ত-দেবযানী (সারদা কাণ্ড) গল্পের গন্ধ পাচ্ছেন রাজ্য বাসী!
কিন্তু, কে এই অর্পিতা মুখোপাধ্যায়? একটি সূত্র জানাচ্ছে, অর্পিতা নাকি আইনি পেশার সঙ্গে যুক্ত। থাকেন টালিগঞ্জের অভিজাত আবাসনে। একসময় ওড়িশায় অভিনয় ও মডেলিং করেছেন বলে জানা যায়। তবে, অর্পিতা ঠিক আর কী কী করেন, তা এখনও স্পষ্ট নয়! জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডি। শনিবার-ই হতে পারেন গ্রেফতার! এই অর্পিতা-কেই নিজের এলাকার পুজোর (নাকতলা উদয়ন সংঘ) ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এমনটাই জানাচ্ছে ওয়াকিবহাল মহল। শুক্রবার তল্লাশি চলাকালীন একটি পোস্টারও নাকি খুঁজে পাওয়া গিয়েছে। যেখানে নাকতলা উদয়ন সংঘের মুখ হিসেবে এই অর্পিতার ছবি দেখা গিয়েছে!
মন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ এই সুন্দরীকে নাকি তৃণমূলের প্রচারেও দেখা গেছে, অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী! এর মধ্যেই আবার উঠে এসেছে আরও এক মহিলার নাম! তিনি মোনালিসা দাস। তাঁর সঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের যোগ রয়েছে বলে তথ্য উঠে আসছে। জানা যায়, এই মোনালিসা দাসের বাড়ি বোলপুর শান্তিনিকেতনে। তাঁর ১০-টির বেশি সম্পত্তি বা ফ্ল্যাটের খোঁজ মিলেছে বলে সূত্রের খবর। ইডি খতিয়ে দেখছে এই দিকটিও। প্রশ্ন উঠছে, এই জন্যই কি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন, “নাকতলায় কুকুরের নামেও ফ্ল্যাট আছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর!”
শুক্রবার রাতে ইডি’র প্রেস বিবৃতিতে যে ১৩ জনের নাম দেওয়া হয়েছে (যাদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে), সেখানে নাম আছে এই অর্পিতা মুখার্জি (Arpita Mukherjee) বা অর্পিতা মুখোপাধ্যায়ের। তাঁকে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ (Close Associate) হিসেবেই উল্লেখ করা হয়েছে। এদিকে, শনিবার-ই নাকি অর্পিতা-কে গ্রেফতার করতে পারে ইডি। তারপর গ্রেফতার হবেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইতিমধ্যে, শনিবার (২৩ জুলাই) ভোর পর্যন্ত তাঁর বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালিয়েছে ইডি। সমস্ত নথিপত্রের সিজার লিস্টে তাঁকে দিয়ে সই করানো হয়েছে বলে জানা গেছে।