Special Article

ফিরিয়ে দিল পশ্চিম মেদিনীপুর! হারিয়ে যাওয়া পরশমণি ৭ বছর পর সত্যজিতের কাছে, দূর থেকেই দেখলেন বীণা

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ সেপ্টেম্বর: বাবা-মায়েদের কাছে তাঁদের সন্তানেরা তো ‘পরশমণি’ই হয়। ধনী-দরিদ্র, সুস্থ-অসুস্থ, পুত্র-কন্যা নির্বিশেষে তারা যে বাবা-মায়েদের “সাত রাজার ধন এক মানিক”! পরশমণি-ও ছিল তার বাবা-মায়ের হৃদয়ের ধন। হারিয়ে গিয়েছিল ট্রেনে যাত্রা করার পথে! সাত বছর তাকে ফিরে পেলেন বাবা সত্যজিৎ সিং। তবে, মাসখানেক আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন মা বীণা সিং! মা-এর সাথে ট্রেনে করে যাত্রা করতে করতেই হারিয়ে গিয়েছিল বছর দশেকের পরশমণি। সেই মা-কে আর দেখতে পাবেনা, বর্তমানে বছর ১৭ এর কিশোরী। একইসাথে আনন্দ ও বেদনার পূর্ণ এই ঘটনার সাক্ষী থাকলো পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে, ‘দাঁতন মানব কল্যান কেন্দ্র’ (বেসরকারি হোম) মঙ্গলবার পরশমণি-কে তার বাবা ও ভাইয়ের হাতে তুলে দিল।

বাবার সাথে পরশমণি :

প্রসঙ্গত, বছর সাতেক আগে (২০১৪ সালে) পশ্চিম মেদিনীপুরের বালিচক স্টেশন থেকে মা-এর সঙ্গে যাত্রা শুরু করেছিল তাঁর মেজো মেয়ে পরশমণি। পথেই কোনো এক স্টেশনে হঠাৎ করে হারিয়ে যায় পরশমনি সিং। বছরখানেক ধরে চারিদিকে খোঁজ চালায় পরিবারের লোকজন। পুলিশেও খবর দেওয়া হয়। কিন্তু, শেষমেষ খোঁজ না মেলায় একপ্রকার আশা ছেড়ে দেন বাবা মা। অবশেষে, জেলা প্রশাসনের সহায়তায় ৭ বছর পর  দাঁতনের এক স্বেচ্ছাসেবী সংস্থার বেসরকারি হোম থেকে বাড়ি ফিরলো পরশমনি মুর্মু। জানা গেছে, সেই সময় সামান্য মানসিক ভারসাম্যহীন থাকা পরশমণি ট্রেনে করে কোনভাবে বর্ধমানে চলে যায়। সেখান থেকে তাকে পুলিশ ও চাইল্ড লাইনের পক্ষ থেকে উদ্ধার করা হয়। প্রথমে তাকে মেদিনীপুরে সরকারি হোমে রাখা হয়। বেশ কয়েক বছর পর, ২০২০ সাল নাগাদ তাকে দাঁতনের বেসরকারি  হোমে পাঠানো হয়। দাঁতনের হোমে চিকিৎসা শুরু হয় পরশমণির। আসতে আসতে নিজের নাম, পরিচয় ও পরিবারের সন্ধান দিতে পারে পরশমণি। এখন সে অনেকটাই সুস্থ। পড়াশোনাও করছে। এরপরই পরশমণি-র খোঁজ শুরু করে হোম কর্তৃপক্ষ।

পরশমণি তার বাবার সাথে দাঁতনের হোমে, বাড়ি ফেরার আগে :

হোম কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আগে বালিচকেই থাকত তার পরিবারের সকলে। বাবা সাপুড়িয়ার কাজ করে সংসার চালাতেন।বর্তমানে, পরিবারের সকলে ওড়িশার জলেশ্বরের কাছে শলিকোঠা নামক এক গ্রামে  থাকে। মাসখানেক আগে তার মা বীণা সিং-ও মারা গেছেন। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে উদ্যোগ নিয়ে পরশমণি-কে তার বাবার হাতে তুলে দেওয়া হয়। বছর সাতেক আগে হারিয়ে যাওয়া মেয়েকে পেয়ে খুশি সত্যজিৎ সহ পরিবারের লোকজন। খুশি পরশমণি-ও। বিদায়বেলায় চোখে জল দাঁতন মানব কল্যাণ কেন্দ্রের সদস্য-সদস্যাদেরও! তবে, বাড়ি ফিরলেও আর মায়ের সাথে দেখা হবে না সুস্থ হয়ে ওঠা পরশমণি-র। মিলনের মাঝেও এটুকুই শুধু বেদনার ছোঁয়া!

দাঁতন মানব কল্যাণ কেন্দ্র :

News Desk

Recent Posts

Medinipur: পড়ুয়াদের মিল পরিবেশন থেকে ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক বার্তা! দিনভর নানা কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিজের হাতে মিড-ডে মিল…

8 hours ago

Midnapore: মেদিনীপুর মেডিক্যালের মুস্তাফিজুর সহ সন্দীপ-ঘনিষ্ঠ তিন ‘চিকিৎসক-নেতা’কে সাসপেন্ড করল মেডিক্যাল কাউন্সিল! বাতিল হতে পারে সন্দীপের রেজিস্ট্রেশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: অবশেষে প্রবল চাপের মুখে রাজ্য মেডিক্যাল কাউন্সিল…

15 hours ago

Medinipur: শিক্ষক দিবসের দিনই বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্য পশ্চিম মেদিনীপুরের পড়ুয়া ও শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত শালবনী ব্লকের…

1 day ago

Midnapore: শিক্ষক দিবসেই ‘চক্ষু পরীক্ষা শিবির’ পশ্চিম মেদিনীপুরের স্কুলে; CCTV বসানোর জন্য ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা সহৃদয় ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: সারা বছর তাঁরা জ্ঞানের আলোয় আলোকিত করেন…

2 days ago

Medinipur: শিক্ষক দিবসের অনুষ্ঠান বন্ধ রেখে পড়ুয়াদের নিয়ে ‘মৌন মিছিল’ হিজলি স্কুলের শিক্ষকদের! প্রতিবাদ-পথে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: আর জি কর কাণ্ডের প্রতিবাদে শিক্ষক দিবসের…

2 days ago

Midnapore: বার্ড ফ্লু ছড়িয়েছে ওড়িশায়, মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা! মেদিনীপুরের সীমান্ত এলাকায় নজরদারি, ট্রেনেও চালানো হবে তল্লাশি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: ওড়িশাতে ছড়িয়েছে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা…

2 days ago