দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ জুলাই: যশ-খ্যাতি-সমৃদ্ধি হয়তো তাঁর মতো এক ক্ষুদ্র চা ব্যাবসায়ীকে মহেন্দ্র সিং ধোনির মন থেকে সরিয়ে দিয়েছে! তাই, ব্রেন স্ট্রোক হওয়ার পর সাহায্য চেয়েও পাননি ধোনি’র কাছ থেকে। তাতে কি! ‘বাক শক্তি’ হারিয়ে ফেললেও প্রিয় বন্ধু ধোনি’কে আজও ভুলতে পারেননি থমাস। ভোলেননি ৭ ই জুলাই দিনটিকেও! হ্যাঁ, প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) জন্মদিন। তাই, প্রতিবারের মতো এবারও নিজের বিখ্যাত চা দোকানে ধোনির জন্মদিন পালন করলেন থমাস। সঙ্গে যোগ দিলেন, ধোনির (খড়্গপুরের) অন্যান্য বন্ধুরা, যেমন- সত্যপ্রকাশ, দীপক সিং, রামকুমার, সোম রাও প্রমুখরা।

thebengalpost.in
ধোনির জন্মদিন পালন (মাঝখানে হাফ প্যান্ট পরে থমাস) :

উল্লেখ্য যে, খড়্গপুর শহরের প্রসিদ্ধ ‘চায়েওয়ালা’ হিসেবে থমাসের খ্যাতি যতখানি, তার থেকেও বেশি ধোনি তাঁর দোকানে চা খেতো বলে! ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ধোনি যখন খড়্গপুরে রেলের টিটি হিসেবে কর্মরত ছিলেন, সেই সময়ের মধ্যেই থমাস, সত্যপ্রকাশ, দীপক’দের সঙ্গে বন্ধুত্ব। আর, আড্ডার অন্যতম জায়গা ছিলো, থমাসের চা দোকান। এখন আর নিজে সেই দোকান চালাতে পারেননা থমাস, ভাই জন সেই দোকান চালায়। খড়্গপুর সাউথ সাইডের বাংলো রোডে থমাসের সেই বিখ্যাত চা দোকানেই মহেন্দ্র সিংহ ধোনির ৪০ তম জন্মদিন পালিত হলো। তার আগে ধোনির স্মৃতি বিজড়িত সেই ইয়ামাহা বাইকে করে সারা শহর পরিক্রমা করলেন সত্যপ্রকাশ, দীপক, রামকুমাররা। তারপর ঘটা করে জন্মদিন পালন! তবে, এতসবের মধ্যেও প্রত্যেকের গলায় বিষণ্ণতার সুর। সত্যপ্রকাশ বললেন, “একটা বিষয়ে আমরা খুব দুঃখ পেয়েছি। মাস ছয়েক আগে ফেব্রুয়ারি মাসে থমাসের ব্রেন স্ট্রোক হয়। অনেক টাকার প্রয়োজন ছিলো। আমরা ধোনির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, সাহায্য চেয়ে। কিন্তু, কোনও সাড়া পাইনি।” পরে, প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকারের সহায়তায় রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছিলেন। সুস্থ হয়ে ফিরলেও, বাক শক্তি হারিয়েছে থমাস। কিন্তু, স্মৃতিতে আজও অটুট ধোনি আর তাঁর জন্মদিন! দুঃখ প্রকাশ করে রামকুমার, দীপকরা বললেন, ” ধোনি হয়তো আমাদের ভুলে গেছে!” তবে, খ্যাতির আলো ধোনিকে তাঁদের কথা ভুলিয়ে দিলেও, প্রিয় ধোনিকে আজও মনের মণিকোঠায় রেখে দিয়েছে থমাস, সত্যপ্রকাশরা।

thebengalpost.in
ভারত অধিনায়ক হওয়ার পর থমাসের সঙ্গে ধোনি :