দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ জানুয়ারি: শেক্সপিয়ার (William Shakespeare) মহাশয় যতই বলুন না কেন, “গোলাপকে যে নামেই ডাকো না কেন, তা গোলাপ-ই!” আমাদের ‘কবিগুরু’ (Rabindranath Tagore) বলে গেছেন, “নামকে যাঁহারা নাম মাত্র মনে করেন, আমি তাঁহাদের দলে নই।” কাজেই নামে অনেক কিছুই এসে যায় বৈকি! তাই, খড়্গপুরের অশোক বাবু তাঁর গোলাপ বাগানে যে হরেকরকম গোলাপ ফুটিয়েছেন, তার নামও রেখেছেন মনের মতো করে! স্বভাবতই তা এখন দেশদুনিয়ার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। ডাবল ডিলাইট, ক্যালিফোর্নিয়া ড্রিমিং থেকে প্রেসিডেন্ট প্রণব, জন এফ কেনেডি! আছেন নেতাজি আর ক্ষুদিরামও। প্রায় ৩ হাজার রকমের গোলাপ আছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণের জকপুর এলাকার অশোক বাবুর ‘পুষ্পাঞ্জলি’ নার্সারিতে। বৈচিত্র্যময় তাদের নাম আর বিচিত্র সৌন্দর্য! চাহিদা বিশ্বজোড়া। প্রায় ২ বছরের লকডাউন কাটিয়ে চাঙ্গা হয়েছিল বাজার। অর্ডারও আসছিল দেশ-বিদেশ থেকে। তার মধ্যেই ফের একবার আংশিক লকডাউন পরিস্থিতি আর চলতি পশ্চিমী ঝঞ্ঝা নিয়ে বেশ দুঃশ্চিন্তায় ‘পুষ্পাঞ্জলি’র অশোক কুমার মাইতি সহ জেলার গোলাপ চাষিরা। অশোক বাবু বললেন, “বিগত ২ বছরের লকডাউন পরিস্থিতি আর চলতি মরশুমে টানা পাঁচ-ছ’বার নিম্নচাপ প্রচুর ক্ষতি করেছে। যাই হোক বাজারটা সবে চাঙ্গা হচ্ছিল, তার মধ্যেই আরও একবার লকডাউন নিয়ে দুঃশ্চিন্তায় আছি। এর মধ্যেই আবার কয়েকদিনের বৃষ্টিতে ক্ষতি হয়ে গেল।” তাঁর মতে, এই মুহূর্তে জোগান স্বাভাবিক আছে, তবে এরকম চলতে থাকলে Valentine’s Day তে ফুলের জোগান দেওয়া মুশকিল হয়ে যাবে!
প্রসঙ্গত উল্লেখ্য, ‘পুষ্পাঞ্জলি’র এই রকমারি গোলাপের খ্যাতি আর চাহিদা আন্তর্জাতিক বাজারেও। লাল, হলুদ, সাদা ছাড়াও কালো (ডিপ মেরুন), সবুজ, নীল রঙের গোলাপও আছে তাঁদের বাগানে। বিভিন্ন গোলাপের নাম যথাক্রমে- ব্ল্যাক বুখারা, আবরা কা ডাবরা, ক্যালিফোর্নিয়া ড্রিমিং, প্রণবানন্দ জী, প্রেসিডেন্ট প্রণব, নেতাজি, ক্ষুদিরাম প্রভৃতি। পুষ্পাঞ্জলি’র নিজস্ব ইউ টিউব চ্যানেল আছে। আছে ওয়েবসাইট। ওয়েবসাইটের মাধ্যমেও গোলাপের অর্ডার আসে দেশ-বিদেশ থেকে। তবে, এই মুহূর্তে দেশেই যা চাহিদা আছে, তা জোগান দিতে হিমশিম খাচ্ছেন তাঁরা! জানালেন অশোক কুমার মাইতি। এর মধ্যেই ফের একবার পশ্চিমী ঝঞ্ঝা এসে সব মাটি করল! আছে লকডাউন নিয়েও দুঃশ্চিন্তা। সবমিলিয়ে, শীতের এই ভরা গোলাপের মরশুমে, ভ্যালেন্টাইন্স ডে’র আগে জেলার গোলাপ চাষিদের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ!