দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ জুন: গত ২ দিনের বৃষ্টির সঙ্গে যুক্ত হয়েছে কারখানার নোংরা জল। আর, এতেই সমস্যায় পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গোকুলপুর স্টেশন সংলগ্ন পূর্ব ও পশ্চিম আম্বা এবং আজাদ বস্তীর ৭০ টি পরিবার। প্রতিটি বাড়িতে ওই নোংরা, আবর্জনা যুক্ত জল প্রবেশ করেছে। রাস্তায় দাঁড়িয়ে গেছে এক কোমর জল রাস্তায়। বাসিন্দারা আশ্রয় নিয়েছেন স্থানীয় স্কুলে। এই বিষয়ে বাসিন্দারা একযোগে অভিযোগ জানিয়েছেন, স্থানীয় প্রশাসন এবং ওই কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে!

thebengalpost.in
এলাকা ভাসছে জলে, ক্ষুব্ধ গ্রামবাসীরা :

গ্রামের এক বাসিন্দা শেফালী বেরা জানালেন, “রেশমি মেটালিক কারখানা থেকে গতকাল রাতে জল ছেড়ে দেওয়ায় আমাদের ঘর-বাড়ি, জিনিসপত্র সব ভেসে যাচ্ছে। নিকাশি নালা করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে। আমরা অসহায় হয়ে, ছোটো ছোটো ছেলে-মেয়ে নিয়ে স্কুলে আশ্রয় নিয়েছে।” মারাত্মক অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা রিয়াসত খান। তাঁর অভিযোগ, “স্থানীয় পঞ্চায়েত ৩ বছর এলাকায় পা রাখেনি! সব জায়গায় জানিয়েও কাজ হয়নি। গত ৪ মাস ধরে নতুন প্রজেক্ট শুরু হয়েছে রেশমি মেটাবলিকে। কারখানার বর্জ্য ও রাসায়নিক যুক্ত জল বের করার জন্য বড় পাইপ লাগানো হয়েছে। ওই জলে এলাকা ভরে থাকে। কোনও নিকাশি ব্যবস্থা নেই। তার সঙ্গে গত ২ দিনের বৃষ্টিতে আমাদের সবকিছু ভেসে যাচ্ছে। আমরা গরীব লোক বলে কেউ গুরুত্ব দিচ্ছেনা!” কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা না গেলেও, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।

thebengalpost.in
কারখানার জল আর বৃষ্টির জলে ভাসল গ্রাম :