দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: ভোটের সময় সাধারণ মানুষকে দেওয়া ‘প্রথম প্রতিশ্রুতি’ রক্ষা করলেন পশ্চিম মেদিনীপুরের ‘শিক্ষক’ তথা সদ্য জয়ী জেলা পরিষদের সদস্য শান্তনু দে। নিজের জেলা পরিষদ এলাকা তথা গড়বেতা ১নং ব্লককে সবুজে মুড়ে দেওয়ার অঙ্গীকার পূরণ করতে শুক্রবার থেকেই বনদপ্তর, পুলিশ-প্রশাসন, শিক্ষক, সমাজকর্মী তথা সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে সবুজ চারা গাছ রোপন করা শুরু করলেন শান্তনু। অন্যান্য উন্নয়নমূলক প্রতিশ্রুতির সাথে সাথেই, নিজের জেলা পরিষদ আসনে যত ভোটে জিতবেন, ততগুলি গাছ লাগানোর অঙ্গীকারও করেছিলেন শান্তনু। গড়বেতা ১ নং ব্লকের অন্তর্গত জেলার (পশ্চিম মেদিনীপুর) ৪৯ নম্বর জেলা পরিষদ আসনে শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বিশিষ্ট শিক্ষক নেতা শান্তনু দে ১৭ হাজার ৬৩২ ভোটে পরাজিত করেছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে (বিজেপি প্রার্থীকে)। আর, তারপরই নিজের দেওয়া ‘সবুজ-প্রতিশ্রুতি’ রক্ষা করতে, নিজের জেলা পরিষদ এলাকা তথা সমগ্র গড়বেতা জুড়ে ১৭,৬৩২ চারা গাছ রোপন এবং সেগুলি সঠিকভাবে লালন-পালন করতে উদ্যোগী হয়েছেন তিনি।

thebengalpost.net
শান্তনু-র বৃক্ষরোপণ :

গড়বেতা ১নং ব্লকের চারটি অঞ্চল (৪নং শ্যামনগর, ৫নং ধাদিকা, ৬নং আগরা এবং ৭নং বেনাচাপড়া) নিয়ে নিজের জেলা পরিষদ এলাকা হলেও, শুক্রবার (গড়বেতা ১নং ব্লকের) ১০নং গড়ঙ্গা অঞ্চলে অবস্থিত নিজের স্কুল (ধন্যাডিহা প্রাথমিক বিদ্যালয়, গরবেতা পূর্ব চক্র) সংলগ্ন খেলার মাঠের তিন দিক সুন্দর করে বেড়া দিয়ে প্রায় সাড়ে তিনশো গাছ লাগানোর মধ্য দিয়ে শিক্ষক তথা জেলা পরিষদের সদস্য শান্তনু তাঁর অঙ্গীকার পালনের শুভ সূচনা করলেন। পলাশ, দেবদারু, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, শাল, মেহগনি, পেঁপে এবং আমগাছ রোপন করা হলো এদিন। গড়বেতার বাসিন্দা শান্তনু জানান, “শুধু গাছ লাগানোই নয়, এগুলিকে সঠিকভাবে প্রতিপালন করতে হবে। তবেই, আমার অঙ্গীকার বা আমাদের সকলের প্রচেষ্টা সার্থক হবে। চেষ্টা করব প্রতিটি গাছ-ই বড় করে তোলার। এই মহৎ উদ্দেশ্য পালনে বনদপ্তর এবং আমার শুভানুধ্যায়ী সকল শিক্ষক ও সমাজকর্মীরা আগামী দিনেও সহায়তার হাত বাড়িয়ে দেবেন বলে জানিয়েছেন। কারণ, এই সমাজ আমাদের সকলের। উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া তাপমাত্রায় কাবু এই সমাজকে সবুজে মুড়ে না দিলে, আগামী দিনে আরো ভয়ংকর সময় আসছে!” দলমত নির্বিশেষে সকলেই শিক্ষক, সমাজকর্মী ও জেলা পরিষদের সদস্য শান্তনু-র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। উল্লেখ্য যে, শুক্রবার জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষক ও সমাজকর্মীরা আরও আটশোর বেশি গাছ দত্তক নিয়ে যান গড়বেতা থেকে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় পুলিশ ও প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে জেলার একাধিক শিক্ষক, সমাজকর্মী এবং বনদপ্তরের কর্মী ও আধিকারিকরা। (ছবি ও তথ্য- মৃত্যুঞ্জয় সামন্ত।)

thebengalpost.net
বৃক্ষরোপণ কর্মসূচিতে সকলে: