Social Work

শালবনীর জনজাতি অধ্যুষিত গ্রামের কচিকাঁচাদের নিয়ে ছেলের জন্মদিন পালন করলেন থানার বড়বাবু

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ আগস্ট: “আহা কি আনন্দ আকাশে বাতাসে….”! দারিদ্র্য-অভাব-অতিমারী ছাপিয়ে আজকের দিনটা ওদের কাছে সেরকমই একটা দিন। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের জঙ্গলঘেরা বাঘমারি-জোড়কুশমা গ্রামের ছোট্ট ছোট্ট ছেলে-মেয়েদের মুখে তাই আজ আকাশভরা আনন্দের ছোঁয়া! গ্রামের প্রায় একশো শতাংশ অধিবাসীই পিছিয়ে পড়া জনজাতি সম্প্রদায়ের। অশিক্ষা-অভাব-অনটন তাঁদের নিত্যসঙ্গী। অতিমারীর প্রকোপে দিনমজুরি’র জীবিকাতেও পড়েছে টান। এরকম একটি গ্রামকেই তাই শালবনী থানার ভারপ্রাপ্ত আধিকারিক (আই.সি) গোপাল বিশ্বাস বেছে নিয়েছিলেন নিজেদের ছেলে আবীরের জন্মদিনের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য। আর, এই মহতী উদ্যোগে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল শালবনী কেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছত্রছায়া’।

শালবনীর জনজাতি অধ্যুষিত গ্রামের কচিকাঁচাদের নিয়ে ছেলের জন্মদিন পালন করলেন থানার আইসি গোপাল বিশ্বাস :

কচিকাঁচাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন গোপাল বিশ্বাস ও কোয়েল বিশ্বাস :

সম্প্রতি (২ আগস্ট), তিন পেরিয়ে চারে পা দিয়েছে আই.সি গোপাল বিশ্বাস ও তাঁর স্ত্রী কোয়েল বিশ্বাসের ছেলে আবীর। সেই উপলক্ষেই আজ (৭ আগস্ট) বাঘমারি-জোড়কুশমা গ্রামের কচিকাঁচা ও বাসিন্দাদের জন্য কোভিড বিধি মেনে আয়োজন করা হয়েছিল দুপুরের খাওয়া-দাওয়ার। তার আগে গ্রামের কচিকাঁচাদের হাতে তুলে দেওয়া হয় মাস্ক, চকলেট, কেক প্রভৃতি। এই অনাড়ম্বর অনুষ্ঠানে শালবনী থানার আই. সি গোপাল বাবু, তাঁর স্ত্রী, ছেলে, মেয়ে ছাড়াও উপস্থিত ছিলেন পিড়াকাটা পুলিশ পোস্টের ইনচার্জ আনন্দ মণ্ডল। উপস্থিত ছিলেন ‘ছত্রছায়া’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় বেশকিছু সমাজকর্মী। অনুষ্ঠানের শুরুতেই অপূর্ব বংশী ধ্বনির মাধ্যমে সকলকে মুগ্ধ করেন স্থানীয় লোকশিল্পী ও ‘ছত্রছায়া’ সংগঠনের সদস্য অরুণ পাল। সংগঠনের পক্ষ থেকে নুতন ঘোষ বলেন, “এর আগেও স্যারের মেয়ের জন্মদিনে আমরা দারিদ্র্য পীড়িত বুড়িশোল গ্রামে খাওয়া-দাওয়ার আয়োজন করেছিলাম। এবার, পাশের জোড়কুশমা গ্রামটিকে বেঁছে নেওয়া হয়েছিল। সম্পূর্ণভাবে কোভিড বিধি মেনে আজকের অনুষ্ঠান পালিত হয়েছে।”

খুশির ভাগাভাগি :

গ্রামের কচিকাঁচার দল :

News Desk

Recent Posts

Medinipur: পড়ুয়াদের মিল পরিবেশন থেকে ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক বার্তা! দিনভর নানা কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিজের হাতে মিড-ডে মিল…

7 hours ago

Midnapore: মেদিনীপুর মেডিক্যালের মুস্তাফিজুর সহ সন্দীপ-ঘনিষ্ঠ তিন ‘চিকিৎসক-নেতা’কে সাসপেন্ড করল মেডিক্যাল কাউন্সিল! বাতিল হতে পারে সন্দীপের রেজিস্ট্রেশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: অবশেষে প্রবল চাপের মুখে রাজ্য মেডিক্যাল কাউন্সিল…

14 hours ago

Medinipur: শিক্ষক দিবসের দিনই বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্য পশ্চিম মেদিনীপুরের পড়ুয়া ও শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত শালবনী ব্লকের…

1 day ago

Midnapore: শিক্ষক দিবসেই ‘চক্ষু পরীক্ষা শিবির’ পশ্চিম মেদিনীপুরের স্কুলে; CCTV বসানোর জন্য ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা সহৃদয় ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: সারা বছর তাঁরা জ্ঞানের আলোয় আলোকিত করেন…

2 days ago

Medinipur: শিক্ষক দিবসের অনুষ্ঠান বন্ধ রেখে পড়ুয়াদের নিয়ে ‘মৌন মিছিল’ হিজলি স্কুলের শিক্ষকদের! প্রতিবাদ-পথে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: আর জি কর কাণ্ডের প্রতিবাদে শিক্ষক দিবসের…

2 days ago

Midnapore: বার্ড ফ্লু ছড়িয়েছে ওড়িশায়, মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা! মেদিনীপুরের সীমান্ত এলাকায় নজরদারি, ট্রেনেও চালানো হবে তল্লাশি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: ওড়িশাতে ছড়িয়েছে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা…

2 days ago