সায়ক পন্ডা, পশ্চিম মেদিনীপুর, ২ জুন: দেশজুড়ে চলা অদৃশ্য মারণ ভাইরাসের বিরুদ্ধে এক অসম যুদ্ধে অবতীর্ণ সকলেই! সংক্রমণ রুখতে নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা, করা হয়েছে লকডাউনও। যার জেরে প্রবল বিপদের সম্মুখীন হয়েছেন খেটে খাওয়া মানুষেরা! এমতাবস্থায়, এই দুর্দশার দিনে প্রান্তিক মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো “মেদিনীপুর নারী সুরক্ষা কমিটি”। মঙ্গলবার শালবনীর দু’টি গ্রামের করোনা আক্রান্ত মোট ৯ টি পরিবারে এবং ভাদুতলার একটি গ্রামে ২ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন কমিটির সদস্যরা। “জঙ্গলমহল উত্তরণ ঐক্য” র সদস্যদের ডাকে সাড়া দিয়ে এই মহতী কর্মযজ্ঞে সামিল হয়েছিল “মেদিনীপুর নারী সুরক্ষা কমিটি”।
এই কর্মকান্ডে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী সহ কোর কমিটির দুই সদস্য সৌরভ পাল এবং শুভজিৎ মন্ডল। পাশাপাশি, “জঙ্গলমহল উত্তরণ ঐক্য”র পক্ষ থেকে ছিলেন জগন্নাথ পাত্র, লাল্টু দাস, চন্দন সিং, রিন্টু দাস, স্থানীয় পঞ্চায়েত সদস্য নিতাই মাহাতো এবং রাঙ্গামাটি আই টি আই-এর শিক্ষক প্রবীর লায়েক সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে কমিটির কোষাধ্যক্ষ সোমদত্তা সাঁতরা জানিয়েছেন যে, “আমাদের এই কর্মসূচি একটানা চলবে, এবং আমরা তার জন্য সব রকম দিক থেকে প্রস্তুতি নিচ্ছি।” পাশাপাশি, এলাকা ভিত্তিক বিভিন্ন করোনা আক্রান্ত দুঃস্থ পরিবারকে চিহ্নিত করে খুব শীঘ্রই সেই পরিবারগুলির কাছেও পৌছে যাওয়া হবে বলে জানানো হয়েছে কমিটির পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই, এই কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।