দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুন: অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে মানবিকতার হাত বাড়িয়ে দিলেন মেদিনীপুরের ‘ভূমিপুত্র’ তথা প্রবাসী বাঙালি বিজ্ঞানী কালীপদ পাহান। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ লক্ষ টাকা সাহায্য করলেন প্রবাসী বাঙালি বিজ্ঞানী ড. পাহান। কালীপদ বাবু’দের প্রতিষ্ঠিত মেদিনীপুর রাধাগোবিন্দ ট্রাস্টের পক্ষ থেকে প্রথম দফায় দেড় লক্ষ টাকা ও পরে ব্যক্তিগতভাবে ওই তহবিলে আরও ৫০ হাজার টাকা অনুদান পাঠিয়ে মানবিকতার নিদর্শন রাখলেন এই প্রবাসী বাঙালি বিজ্ঞানী।
প্রসঙ্গত, কালিপদ বাবু’র পৈত্রিক ভিটে খড়্গপুর গ্রামীণের বসন্তপুরে। কর্মসূত্রে তিনি আমেরিকার শিকাগোর রাস ইউনিভার্সিটির বিখ্যাত নিউরো বিজ্ঞানী। করোনা রোগের প্রতিষেধক হিসাবে নাকের ড্রপ আবিষ্কার এর ক্ষেত্রেও অধ্যাপক পাহানের অগ্রণী ভূমিকা ছিল। অপরদিকে, ২০১৮ সালে গড়ে ওঠা এই “রাধাগোবিন্দ ট্রাস্ট” অতিমারীর সময়ে মেদিনীপুরের পিছিয়ে পড়া জনজাতির দুঃস্থ ও অসহায় মানুষদের পাশেও দাঁড়িয়েছে। শুধু তাই নয়, মেদিনীপুর শহরের উপকণ্ঠে কাঁসাই নদীর তীরে গান্ধীঘাটে এই বাঙালি বিজ্ঞানীদের সংস্থা ইসকন মন্দির নির্মাণের কাজ শীঘ্রই শুরু করবে বলে জানিয়েছেন সংস্থার সদস্য গৌরীশংকর মাইতি, নবীন ঘোষ, অনুপ ঘোষ, সুধীর পাল প্রমুখরা। ট্রাস্টের অন্যতম কর্মকর্তা তথা বাঙালি বিজ্ঞানীর সুযোগ্য ছাত্র, বর্তমানে মেদিনীপুর সিটি কলেজের অধ্যক্ষ ড. সুদীপ্ত চক্রবর্তীর কথায়, “রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষদের পাশে দাঁড়াতেই আমরা পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণ তহবিলে এই অনুদান তুলে দিয়েছি। আগামী দিনেও এভাবেই রাজ্য ও জেলার মানুষদের পাশে থেকে মানবসেবায় অংশগ্রহণ করতে চাই।”