দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ সেপ্টেম্বর: ক্যান্সার রোগীদের পাশে এবার মেদিনীপুর শহরের তরুণী মনীষিতা। ক্যানসার রোগীদের চুল নিয়ে কাজ করা মুম্বাই-এর স্বেচ্ছাসেবী সংগঠন “মদত” ট্রাস্টের মাধ্যমে পাঠিয়ে দিলেন নিজের গোছাভরা চুল। গাইড লাইন মেনে নিজের চুল কেটে সেটিকে কুরিয়ার করে পাঠিয়ে দিলেন মদত ট্রাস্টের কাছে। প্রসঙ্গত, যেসব ক্যানসারে রোগীদের কেমোথেরাপি’র চিকিৎসায় মাথার চুল উঠে যায়, তাদের পরচুলার জন্য চুলের প্রয়োজন হয়। মনীষিতা এই কাজের জন্য নিজের মাথার শখের লম্বাচুলের বারো ইঞ্চি কেটে বিনুনি করা অবস্থায় পাঠালেন মদত ট্রাস্টে।
উল্লেখ্য যে, ইংরেজি সাহিত্যের ছাত্রী মনীষিতা ইতিমধ্যে এম.এ. বি-এড ডিগ্রী কমপ্লিট করে ফেলেছেন। বর্তমানে, মনীষিতা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। বাবা-মায়ের একমাত্র সন্তান মনীষিতা বাবা মায়ের সাথে মেদিনীপুর শহরের ক্ষুদিরাম মোড় সংলগ্ন এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। বাবা “শিক্ষারত্ন” গৌতম বোস পূর্ব মেদিনীপুরের শ্যামসুন্দরপুর পাটনা হাইস্কুলের শিক্ষক,মা আল্পনা দেবনাথ বোস পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী হাইস্কুলের শিক্ষিকা। মনীষিতা জানালেন, ক্যানসার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে পেরে তিনি খুশি ও গর্বিত। আগামী দিনেও তিনি এভাবে সমাজে মানুষের পাশে দাঁড়াতে চান। পাশাপাশি, তিনি অন্যদেরও একাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। মেয়ের এহেন কাজে খুশি মনীষিতার বাবা গৌতম বোস, মা আল্পনা দেবনাথ বোস সহ আত্মীয়-স্বজন,পাড়া প্রতিবেশী, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীরা।