Social Work

এগিয়ে প্রমীলারা! মেদিনীপুরের “শালবীথি” এবার অক্সিজেন যোগাবে ঘরে ঘরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ জুন: “শালবীথি” নামের সঙ্গে মানানসই তাঁদের কর্মকাণ্ডও। সমাজসেবায় নিবেদিত প্রাণ মেদিনীপুর শহরের প্রমীলা বাহিনীর নিজস্ব সংগঠন। মাত্র বছর দুয়েকের এই সংগঠন কোভিডের প্রথম পর্ব থেকেই, আক্রান্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে যথাসাধ্য। দ্বিতীয় পর্বের প্রথম দিন থেকেও তাঁরা সক্রিয় বিভিন্ন ভাবে। করোনা আক্রান্তের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া থেকে এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়ে মানবসেবার পরিচয় দেওয়া, সবকিছুই করে চলেছেন নিরলসভাবে। আর এবার অসহায় করোনা আক্রান্তদের বাড়িতে বাড়িতে যাতে অক্সিজেন, ওষুধ ও পথ্য পৌঁছে দেওয়া যায়, সেই মানবিক উদ্যোগও গ্রহণ করলেন তাঁরা! ২ টি অক্সিজেন কনসেনট্রেটর, প্রয়োজনীয় ওষুধপত্র, সাবান, মাস্ক ও স্যানিটাইজার নিয়ে, বৃহস্পতিবার থেকে শুরু হল শালবীথি পরিবারের নতুন পরিষেবা। করোনা আক্রান্ত পরিবারের পক্ষ থেকে ১ টা ফোন করলেই প্রয়োজনীয় পরিষেবা পৌঁছে দেওয়া হবে, শালবীথি পরিবারের পক্ষ থেকে, এমনটাই জানানো হয়েছে সংস্থা’র পক্ষ থেকে।

শালবীথির পরিষেবা উদ্বোধনে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল :

এদিনের এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন, পশ্চিম মেদিনীপুর জেলার মুখ‍্য স্বস্থ‍্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুব্রত সরকার, গৌতম চক্রবর্তী, চন্দন রায়, গৌতম ভকত, সুব্রত মহাপাত্র, লক্ষণ ওঝা, মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস, জয়ন্ত মাইতি সহ অনেকে। শালবীথি অর্গানাইজেশনের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদিকা রীতা বেরা, মৌসুমী চক্রবর্তী, দীপান্বিতা খান, কৃষ্ণা চ‍্যাটার্জী, পম্পি খামরই, রুমা মন্ডল, রীতিশা বেরা প্রমুখ। সম্পাদিকা রীতা বেরা বলেন, “বিবেক পথে পরিবারের সম্পাদক সমর কুমার দাস ও নন্দিতা জয়রমনের সাহায‍্যে্যে, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন “মুক্তি” শালবীথি সংগঠনকে দুটি অক্সিজেন কনসেনট্রেটর, কোভিডের ওষুধ, অক্সিমিটার ইত‍্যাদি দিয়ে সাহায্য করেন। সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হবে অসহায় কোভিড আক্রান্তদের জন্য।” CMOH ডাঃ নিমাই চন্দ্র মন্ডল বলেন, “খুব ভালো উদ্যোগ নিয়েছেন ওনারা। প্রথম থেকেই নানা কাজ করছেন ওনারা। আমরা সবরকমভাবে সহায়তা করব, এই ধরনের উদ্যোগ যাঁরা নিচ্ছেন তাঁদের।” শালবীথি সোশ‍্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ফোন নং এ ফোন করলেই সম্পূর্ণ বিনামূল্যে এই সমস্ত পরিষেবাগুলি পাওয়া যাবে। এই নম্বর গুলি হলো- 7001311748 (রীতা বেরা)
7384494422 (কৃষ্ণা চট্টোপাধ্যায়)।

News Desk

Recent Posts

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

1 day ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

1 day ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

3 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

4 days ago

Vidyasagar University: কদর বাড়ছে কর্পোরেট চাকরির, নামমাত্র খরচে সংক্ষিপ্ত কোর্সের সূচনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এমবিএ (MBA) পড়ানো হয় সেই…

6 days ago

Midnapore: ‘অযোগ্যদের বরখাস্ত করতে হবে!’ মেদিনীপুরে দাবি তুললেন যোগ্যরা, স্কুলমুখো হলেননা বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকাই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। আশায় বুক বেঁধেছিলেন প্রধান…

1 week ago