দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ নভেম্বর: এ এক নতুন ‘আপদ’ এসে জুটেছে ফেসবুকে (Facebook)। বিভিন্ন জনের নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে টাকা চাওয়া হচ্ছে বিভিন্ন অজুহাত দিয়ে! ইতিমধ্যে, ফেসবুক জুড়ে অনেকেই এই আপদের শিকার হয়েছেন। এবার, সেই বিপদের জালে জড়ালেন পশ্চিম মেদিনীপুর জেলার এক তৃণমূল নেতা। ওই তৃণমূল নেতার (TMC Leader) নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট (Fake Facebook Account) খুলে টাকা চাওয়ার অভিযোগ উঠল! বিষয়টি জানতে পেরেই পুলিশের দ্বারস্থ হলেন পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকের তৃণমূল সভাপতি মানিক মাইতি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

thebengalpost.net
সেই ভুয়ো অ্যাকাউন্ট :

thebengalpost.net
চাওয়া হল টাকা :

জানা গেছে, ওই তৃণমূল নেতার নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট (Fake Facebook Account) তৈরি করে, আত্মীয়ের অসুস্থতার অজুহাত দিয়ে তাঁর বিভিন্ন ফেসবুক বন্ধুদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে! ‘নেতা’র বন্ধুদের কাছে পাঠানো মেসেঞ্জারে দেওয়া হয়েছে টাকা পাঠানোর নম্বরও। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে। এরপরই, সজাগ হন ওই তৃণমূল নেতা। অভিযোগকারী মিহির মাইতি’র কথায়, তাঁর এক বন্ধু ফোন করাতেই প্রতারণার বিষয়টি তিনি জানতে পারেন! তিনি বলেন, “আমার এক আত্মীয় হাসপাতালের আইসিইউতে (ICU) ভর্তি আছেন বলে, ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা চাওয়া হয়! আমার বন্ধুদের বিভ্রান্ত করতে টাকা তোলার সহজ উপায় বেছে নিয়েছে, আমার রাজনৈতিক ইমেজকে মেলাইন করার জন্য।” ইতিমধ্যে, মোহনপুর থানা ও পশ্চিম মেদিনীপুর সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেতা। এমনকি, কেউ যেন টাকা না দেন, সেকথা উল্লেখ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বার্তাও দিয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর, তৃণমূলের নেতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। জালিয়াতিতে কে বা কারা জড়িত, তার খোঁজ চলছে। এদিকে, খড়্গপুরের সিপিআই নেতা বিপ্লব ভট্টও এই প্রতারণার শিকার হয়েছেন বলে জানিয়েছেন! শুধু নেতারাই নয়, অজস্র সাধারণ মানুষও এই বিপদে পড়ছেন। তাঁদের অনেকেই ফেসবুকে লিখে দিচ্ছেন, “আমার নামে টাকা চাইলে কেউ দেবেন না!”

thebengalpost.net
সতর্ক করলেন ফেসবুক বন্ধুদের :

thebengalpost.net
মিহির মাইতি :