দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১২ ডিসেম্বর: বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম পরিষেবা ‘ডাউন’ হতে শুরু করে। মেটা (Meta)-র সমস্ত জনপ্রিয় অ্যাপ বা মাধ্যমগুলিতেই দেখা দেয় ‘বিভ্রাট’ (Global Outage)। রাতের দিকে সমস্যা বাড়তে শুরু করে। মেসেজ (বার্তা) পাঠানো, এডিট করা, ছবি-ভিডিও ডাউনলোড প্রভৃতি ক্ষেত্রে সমস্যা দেখা দেখা দেয়। বিশ্বের লক্ষ লক্ষ ব্যবহারকারীরা এমনটাই অভিযোগ জানাতে শুরু করেন।

thebengalpost.net
ফেসবুক, হোয়াটসঅ্যাপে সমস্যা:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

জানা যায়, রাত্রি ১১টা ২৫ মিনিট থেকে ভারতের বিভিন্ন প্রান্তে সমস্যা চরমে পৌঁছয়। প্রায় স্তব্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপ (WhatsApp) পরিষেবা। রাত্রি ১১টা ৪৫ মিনিট নাগাদ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফেসবুক (Facebook) সহ অন্যান্য মাধ্যমগুলিও রাত্রি সাড়ে ১২টা অবধি স্বাভাবিক হয়নি। আর, হোয়াটসঅ্যাপ (WhatsApp) পরিষেবা রাত্রি ১২টার পর পুনরায় বিপর্যস্ত হয়। ভারত ছাড়াও আমেরিকা, ইংল্যান্ড, সৌদি আরব, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন প্রান্তেই সমস্যা দেখা দেয়। এক্স হ্যান্ডেলে (টুইটারে) ‘প্রযুক্তিগত সমস্যা’ (Technical Issues)-র কথা স্বীকারও করা হয়েছে মেটার তরফে। তবে, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ।

thebengalpost.net
আবেদন: