Social Media

Facebook: নতুন দিগন্তে ‘ফেসবুক’! ২৮ অক্টোবর থেকেই নতুন নামে আত্মপ্রকাশের সম্ভাবনা

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২৪ অক্টোবর : চলতি মাসেই নাম বদলে যেতে পারে সোশ্যাল মিডিয়ার জায়েন্ট সংস্থা ফেসবুকের! প্রযুক্তি সংক্রান্ত সংবাদমাধ্যম দ্যা ভার্জের রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে যে, ইতিমধ্যেই এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে। যার ফলে, শীঘ্রই মার্ক জুকেরবার্গ তাঁর কোম্পানির নাম বদলে ফেলতে চলেছেন! চলতি মাসের ২৮ তারিখই এই নাম বদল হতে পারে। তবে, এই নতুন নামটি কী হবে তা নিয়ে এখনই কেউ কোনও ধারণা দিতে পারছে না। মনে করা হচ্ছে যে, এই রি-ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ফেসবুকের সোশ্যাল মিডিয়া অ্যাপকে একটি পেরেন্ট সংস্থার অধীনে অনেক প্রোডাক্টের মধ্যে একটি হিসেবে আরও স্পষ্ট করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে ফেসবুকের অধীনে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় মাধ্যম রয়েছে। অর্থাৎ নাম বদল হলেও এই পরিষেবা গুলির মধ্যে ফেসবুক স্বতন্ত্র ভাবে থাকবে একটি মাদার ব্র্যান্ডের অধীনে।

Mark Zuckerberg :

রিপোর্টে বলা হয়েছে, আগামী ২৮ অক্টোবর ফেসবুকের কানেক্ট কনফারেন্স। সেই দিনই নাম পরিবর্তনের বিষয়ে ফেসবুকের প্রধান মার্ক জুকারবার্গ আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র এমনটা জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে দ্য ভার্জের রিপোর্টে। উল্লেখ্য যে, মার্ক জুকারবার্গ ২০০৪ সালে এই সোশ্যাল নেটওয়ার্কের প্রতিষ্ঠা করেছিলেন। তিনি একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, ফেসবুকের ভবিষ্যতে সাফল্যের চাবিকাঠি মেটাভার্স ধারণার মধ্যে নিহিত। মেটাভার্স ধারণাকে আরও একধাপ এগিয়ে যেতে এই রিব্র্যান্ডিং আরও কার্যকর হবে বলে মত বিশেষজ্ঞদের। গত জুলাই মাসে এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন মার্ক জুকারবার্গ। তিনি বলেন, “আমার মতে সামাজিক প্রযুক্তির অন্যতম সর্বোচ্চ স্তরই হল মেটাভার্স।” তবে, কি নাম হতে পারে? এক সংবাদ সংস্থা ফেসবুকের এক শীর্ষকর্তার বক্তব্য উল্লেখ করে জানিয়েছে, নতুন নামের সঙ্গে কোথাও না কোথাও “হরাইজন” শব্দটি বা শব্দের আক্ষরিক অর্থের যোগ থাকতে পারে। “হরাইজন” শব্দের অর্থ ‘দিগন্ত’। প্রশ্ন উঠতে পারে, নেটমাধ্যমে জনপ্রিয়তার আকাশ ছোঁয়ার পর এবার কি নয়া দিগন্ত স্পর্শ করতে চলেছে ফেসবুক? যদিও ফেসবুক যে নামের পাশাপাশি কাজেও দিগন্ত স্পর্শ করতে চায়, তার ইঙ্গিত আগেই দিয়েছিল!

দ্য ভার্জের রিপোর্ট :

News Desk

Recent Posts

Midnapore: রাজ্যে ৬ এ ৬ শাসক! মেদিনীপুরে ৩১ হাজারের বেশি ভোটে এগিয়ে সুজয়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৩ নভেম্বর: নৈহাটি, সিতাই, হাড়োয়া, মাদারিহাট, তালডাংরা এবং মেদিনীপুর- বিধানসভা উপনির্বাচনে…

1 hour ago

Midnapore: জয়ের পথে সুজয়! মেদিনীপুরে প্রায় ৬ হাজার ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে…

4 hours ago

IIT Kharagpur: বর্তমান পড়ুয়াদের স্টার্টআপ কোম্পানির জন্য বিপুল বিনিয়োগ প্রাক্তনীদের! z21 Ventures-র সঙ্গে MoU স্বাক্ষর IIT খড়্গপুরের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ নভেম্বর: আইআইটি (IIT)-র মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে অভাব…

17 hours ago

Midnapore: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে, ফেরার পথে জাতীয় সড়কে মর্মা*ন্তিক দুর্ঘ*টনা! বাড়ি ফেরা হল না মেদিনীপুর শহরের দুই যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…

22 hours ago

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

2 days ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

2 days ago