দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ৫ অক্টোবর: সাত ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ থাকার পর ফের চালু হল ফেসবুক (Facebook), হোয়াটসঅ্যাপ (Whtsapp) এবং ইনস্টাগ্রাম (Instagram)। চালু হল মেসেঞ্জার (Messenger) ও। প্রসঙ্গত, সোমবার রাত ৯ টা (কাছাকাছি ৯ টা ১০ – ৯ টা ১২) নাগাদ বিশ্ব জুড়ে বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপ (Whtsapp) পরিষেবা। হোয়াটসঅ্যাপের পাশাপাশি ফেসবুক এবং ইনস্টাগ্রামেও দেখা যায় একই সমস্যা। এ দেশেও এই তিন অ্যাপের পরিষেবায় বিঘ্ন ঘটে! ভোর চারটের পর (সাড়ে চারটা নাগাদ) সেই পরিষেবা চালু হয়েছে বলে খবর। যদিও কোথাও কোথাও দাবি করা হয়েছে, পরিষেবা আংশিক ভাবে চালু হয়েছে। পরে হোয়াটসঅ্যাপ সংস্থার পক্ষ থেকে এই নিয়ে একটি টুইটও করা হয়েছে।

thebengalpost.net
Whtsapp এর টুইট বার্তা:

এদিকে, প্রায় ৭ ঘন্টারও বেশি সময় ধরে এই মুহূর্তে সর্বাধিক ব্যবহৃত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক বন্ধ থাকায় যেন সাত অবস্থা হয়ে যায় নেট দুনিয়ার! ডিজিটাল মিডিয়া-সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। অবশেষে, ঘুম থেকে উঠে সকলেই দেখলেন পরিষেবা আপাতত ঠিক হয়েছে! হাঁফ ছেড়ে বাঁচলেন সকলে। উল্লেখ্য যে, ফেসবুকের (Facebook) মালিকানাধীন (Mark Zuckerberg) এই অ্যাপগুলিতে একই পরিকাঠামো ব্যবহার করা হয়। সোমবার রাতে তিনটি অ্যাপে বিভ্রাট শুরু হতেই ফেসবুকে একটি বার্তা দেখা যায়। তাতে লেখা ছিল, “দুঃখিত! কোনও কিছুতে বিভ্রাট ঘটেছে। যত দ্রুত সম্ভব, এই ত্রুটি দূর করার চেষ্টা করা হচ্ছে।” অন্য দিকে, পরিষেবায় বিঘ্ন ঘটায় দুঃখপ্রকাশ করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষও। টুইটারে তাঁরা সেই সময়ে লেখেন, “এই মুহূর্তে বেশ কিছু মানুষের হোয়াটসঅ্যাপে যে বিপত্তি দেখা দিয়েছে, সে বিষয়ে আমরা অবগত। তবে আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। এ নিয়ে যত দ্রুত সম্ভব আপডেট দেওয়া হবে।” অবশেষে সব ঠিকঠাক হওয়ায় স্বস্তিতে নেট দুনিয়া!