thebengalpost.net
খড়্গপুরে ঘটনাস্থল :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১১ জুলাই: রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচনের ফলাফল। আর, তার ঠিক আগের রাতেই ‘রেল শহর’ খড়্গপুরে শুট আউটে মৃত্যু হল এক যুবকের! সোমবার রাত্রি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের ৯ নম্বর ওয়ার্ড ও ১৬ নং ওয়ার্ডের মাঝামাঝি গাঁটারপাড়া এলাকায়। এক দুষ্কৃতীর ছোঁড়া গুলিতে মৃত্যু হয় সঞ্জীব যাদব ওরফে জিলা ছোটু (৩১) নামে এক যুবকের। ওই যুবক বাইকে করে নিজের বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে। ঘটনাস্থলে পৌঁছেছেন টাউন থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় ইতিমধ্যে সনু মিশ্র নামে এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ।

thebengalpost.net
খড়্গপুরে ঘটনাস্থল :

সূত্রের খবর অনুযায়ী, দুই দুষ্কৃতী কিংবা দুই গ্যাং- এর মধ্যে বিবাদের কারণেই এই ঘটনা! তবে, নির্বাচনের ফলাফলের আগের রাতের এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। জানা যায়, সোমবার রাতে ছোটু যাদব তাঁর মোটরসাইকেল নিয়ে বাড়ি (কুমোরপাড়া এলাকায়) ফেরার পথে তাঁকে লক্ষ্য করে প্রথমে পাথর ছোড়া হয়। এরপরই, ছোটু যাদব রাস্তায় পড়ে যাওয়া মাত্র তাঁর মাথায় দুই রাউন্ড গুলি করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোটু যাদবের। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতাল পাঠায়। মাত্র ১ ঘন্টার মধ্যেই দুষ্কৃতী সনু মিশ্র-কে গ্রেফতার করা হয়। পুরানো কোনও বিবাদ থেকে এই ঘটনা ঘটতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, “ঘটনায় একজনকে অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।” প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই শ্রীনু নাইডু হত্যা মামলায় ‘রেল মাফিয়া’ রাম বাবু সহ ১৩ জন বেকসুর খালাস হয়। আর তারপরেই এই শুট আউটের ঘটনা! তদন্তে পুলিশের তরফে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।