দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৪ নভেম্বর: দুই বাঙালি মহাকাশ বিজ্ঞানী মহাকাশে প্রথমবার খুঁজে পেলেন ‘ডাই-থাইওফর্মিক অ্যাসিড’ (HCSSH/Dithioformic Acid) নামে বিরল এক অণু (Molecule)। যা জ্যোতির্বিজ্ঞানে এক উল্লেখযোগ্য অগ্রগতি বলে মনে করা হচ্ছে। সম্প্রতি, “আমেরিকান কেমিক্যাল সোসাইটি”-র ‘আর্থ এন্ড স্পেস কেমিস্ট্রি’ নামক এক আন্তর্জাতিক জার্নালে এই উল্লেখযোগ্য আবিষ্কারটি সম্বন্ধে প্রকাশিত হয়েছে। মহাকাশে রাসায়ানিক রহস্যের উপর আলোকপাত করা হয়েছে। বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী তথা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) অধীন মেদিনীপুর সিটি কলেজের (Midnapore City College) পদার্থবিদ্যা (Physics) বিভাগের প্রধান (HOD) ড. সব্যসাচী পালের নেতৃত্বে মেদিনীপুর সিটি কলেজের পি.এইচ.ডি স্কলার অরিজিৎ মান্না গবেষণাটিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।
বিজ্ঞানীরা জানিয়েছেন, ডাই-থাইওফর্মিক অ্যাসিড (HCSSH) হলো মহাকাশে খুঁজে পাওয়া প্রথম অণু যেটি দুটি সালফার পরমাণু নিয়ে গঠিত। চিলির মরুভূমিতে অবস্থিত আটাকামা লার্জ মিলিমিটার অ্যারে টেলিস্কোপ ব্যবহার করে বিজ্ঞানীরা এই বিরল অণুটি NGC 1333 IRAS 4A2 নামক এক স্টার ফর্মাশন রিজিওন থেকে খুঁজে পেয়েছেন। এই স্টার ফর্মাশন রিজিওনটি পৃথিবী থেকে এক হাজার আলোকবর্ষ দূরে এম্ব্রায়ো নীহারিকার (NGC 1333) মধ্যে অবস্থিত। ডাই-থাইওফর্মিক অ্যাসিড হলো কার্বন, হাইড্রোজেন এবং সালফার পরমাণু সমন্বিত জটিল প্রিবায়োটিক অণুগুলোর মধ্যে একটি। এই গবেষণায় বিজ্ঞানীরা দেখিয়েছেন স্টার ফর্মাশন রিজিওনের উষ্ণ অঞ্চল এই অণুটি তৈরী হবার আদর্শ স্থান। উল্লেখযোগ্য হলো, ডাই-থাইওফর্মিক অ্যাসিডে (HCSSH) থাইওল (-SH) গ্রুপ রয়েছে, যা সিস্টাইনের একটি মূল উপাদান (OOC−CH(−NH2)−CH2−SH)। সিস্টাইন হলো থাইওল (-SH) গ্রুপযুক্ত একটি প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড। প্রোটিন এবং কোলাজেন তৈরির জন্য সিস্টাইন একটি গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড যা নখ, ত্বক এবং চুলের প্রধান প্রোটিন এবং এটি ত্বকের স্থিতিস্থাপকতা এবং গঠনকেও প্রভাবিত করে। মহাকাশে ডাই-থাইওফর্মিক অ্যাসিডের উপস্থিতি থেকে অনুমান করা যায় যে সালফার যুক্ত যৌগ সিস্টাইন এবং অন্যান্য অ্যামিনো অ্যাসিডের সম্ভাব্য অগ্রদূত আন্তঃনাক্ষত্রিক মাধ্যমের (ISM/Interstellar medium) মধ্যে বিদ্যমান।
এই ‘অণু’ (Molecule) শনাক্ত করার পর ড. সব্যসাচী পাল এবং অরিজিৎ মান্না দেখান যে, NGC 1333 অঞ্চলে হাইড্রোজেনের তুলনায় HCSSH-এর প্রাচুর্য দশ কোটি ভাগের এক ভাগ মাত্র। গবেষণাটির মাধ্যমে দেখা যায় যে, এই অণুটি যে অঞ্চল থেকে পাওয়া গেছে তার তাপমাত্রা 255 K; যার অর্থ অণুটি NGC 1333 IRAS 4A2 এর উষ্ণ অভ্যন্তরীণ অংশ থেকে উদ্ভূত। রাসায়নিক মডেলিংয়ের পর বিজ্ঞানীরা দেখতে পান যে, অণুটি মহাকাশে CSSH এবং হাইড্রোজেন (H) এর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরী হয়। শ্রী মান্না এবং ড. পাল ব্যাখ্যা করেন, “মহাকাশে ডাই-থাইওফর্মিক অ্যাসিডের আবিষ্কার মহাবিশ্বে প্রাণের উৎস নিয়ে প্রয়োজনীয় আলোকপাত করে। মহাবিশ্বের রাসায়নিক বিবর্তন সম্পর্ক বোঝার জন্য এই আবিষ্কারের গভীর প্রভাব রয়েছে। আবিষ্কারটি এই ধারণাকে সমর্থন করে যে, জীবন সৃষ্টির জন্য যে অণুগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো মহাকাশে সৃষ্টি হয়ে ধূমকেতু বা উল্কাগুলির মাধ্যমে পৃথিবীতে পৌঁছতে পারে। ডাই-থাইওফর্মিক অ্যাসিড সনাক্তকরণ মহাকাশে ঘটে যাওয়া জটিল রসায়ন সম্পর্কে আমাদের জ্ঞানকে সম্প্রসারিত করে।” তাঁদের মতে, এই বিষয়ে ভবিষ্যতে আরও গবেষণা জৈবিকভাবে প্রাসঙ্গিক অণু গঠনে ডাই-থাইওফর্মিক অ্যাসিডের ভূমিকার রহস্য উন্মোচন করবে। সেই সঙ্গে, এই অগ্রগামী গবেষণা আন্তঃনাক্ষত্রিক রসায়ন এবং মহাবিশ্বে জীবনের উৎসর মধ্যে সংযোগ অন্বেষণের জন্য নতুন পথ উন্মুক্ত করবে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ নভেম্বর: জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে অবস্থিত মেদিনীপুর সিটি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর ও কলকাতা, ১৬ নভেম্বর: যে মঞ্চে পুরস্কৃত হলেন ফুটবলার গৌতম…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৬ নভেম্বর:'পথশ্রী', 'রাস্তাশ্রী'-র মতো প্রকল্প থাকা সত্ত্বেও পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে রাস্তার…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ নভেম্বর: মেদিনীপুর শহরে পথচলা শুরু করল 'অদ্বিতীয়া ক্রিয়েশন'।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: "গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শিশু দিবস উপলক্ষে, বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা পপুলার…