দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬২ তম জম্মদিবস (জ: ২ আগস্ট, ১৮৬১) উপলক্ষে, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিনটি যথাযথ মর্যাদায় পালন করল। মেদিনীপুর শহরের ইংরেজি মাধ্যম স্কুল ‘রয়্যাল অ্যাকাডেমি’ (Royal Academy)-র পক্ষ থেকে এদিন একটি প্রতিযোগিতামূলক বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়। বিদ্যালয়ের পড়ুয়ারা বিজ্ঞানের অত্যাধুনিক সব মডেল তৈরি করে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুরজিৎ ঘোষ, মেদিনীপুর কলেজের অধ্যাপিকা ড. তনুশ্রী পাল, মেদিনীপুর কলেজিয়েট স্কুলের শিক্ষক রামপদ দাস, মানিকবাঁধ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সৌরভ বিকাশ মাইতি। পড়ুয়ারা তাঁদের সামনে নিজেদের হাতে তৈরি বিজ্ঞান সামগ্রী তুলে ধরে। স্কুলের অধ্যক্ষ ড. সত্যব্রত দলুই জানান, “অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এদিনের বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করে।”

thebengalpost.net
‘রয়্যাল অ্যাকাডেমি’র পক্ষ থেকে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন:

অপরদিকে, বিশ্বখ্যাত এই রসায়নবিজ্ঞানী (আচার্য প্রফুল্লচন্দ্র রায়)-র ১৬২তম জন্মজয়ন্তীতে, প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের জীবনের সমান্তরাল স্রোতে ফেরানোর বার্তা দিয়ে বগছড়ি পিটিটিআই-এর বি.এড শাখার পড়ুয়াদের নিয়ে মেদিনীপুর রিহ্যাবিলিটেশন সেন্টার ফর চিলড্রেনের গণপতিনগর ক্যাম্পাসে একটি কর্মশালা বা আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী প্রাক্তন অধ্যক্ষ, বিজ্ঞান-সাধক নন্দদুলাল ভট্টাচার্য, এমআরসিসির সম্পাদক সঞ্জয় কুণ্ডু, প্রিন্সিপাল অরূপ ঘড়া সহ বগছড়ি পিটিটিআই এর বিএড শাখার প্রায় শতাধিক ছাত্রছাত্রী। আলোচনার প্রথম পর্যায়ে, আচার্য প্রফুল্লচন্দ্রের জীবন দর্শন সম্পর্কে বক্তব্য রাখেন অধ্যাপক নন্দদুলাল ভট্টাচার্য, অধ্যাপক সনাতন হাজরা প্রমুখ। এমআরসিসির অধ্যক্ষ অরূপ ঘড়া জানান, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমাজের মূলস্রোতে ফেরাতে উদ্যোগী হতে হবে প্রতিটি সচেতন নাগরিককে। সম্পূর্ণ আলোচনা চক্রটি পরিচালনা করেন বগছড়ি পিটিটিআই এর অধ্যাপক, সমাজকর্মী শিবদেব মিত্র।

thebengalpost.net
কর্মশালা:

thebengalpost.net
বিজ্ঞাপন: