দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ জানুয়ারি: জেলা মেদিনীপুরের উপকন্ঠে অবস্থিত রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় (স্বশাসিত)- এ শুক্রবার থেকে শুরু হয়েছে দুই দিন ব্যাপি ‘৫ম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস’ (5th Regional Science And Technology Congress)। যৌথভাবে এবার সম্মেলনটি আয়োজন করছে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান, প্রযুক্তি ও জীব-প্রযুক্তিবিদ্যা বিভাগ এবং মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় (Raja Narendralal Khan Women’s College- Autonomous)। এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার ২৮০ জন গবেষক। উপস্থিত আছেন আইআইটি (IIT) সহ নানা বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা প্রতিষ্ঠানের অন্তত ৫০ জন বিজ্ঞানী। স্নাতক ও স্নাতকোত্তর ছাত্রছাত্রী ছাড়াও প্রায় বারোটি স্কুল থেকে ১৫ জন শিক্ষক ও ১০০ জন শিক্ষার্থী এই বিজ্ঞান সম্মেলনে অংশগ্রহণ করেছেন। প্রদর্শিত হয়েছে ১০টি বিজ্ঞান ও প্রযুক্তি মডেল।

thebengalpost.net
উদ্বোধন:

শুক্রবার সকাল ১০.৩০টায় কলেজের বি.সি রায় অডিটোরিয়ামে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী ভাষণে অধ্যাপক অমিয়কুমার পণ্ডা বাংলাভাষায় বিজ্ঞানচর্চার গুরুত্ব ও প্রয়োজনীয়তার ওপর সকলের দৃষ্টি আকর্ষণ করেন। হৃদরোগে অনিয়ন্ত্রিত কোলেস্টেরলের জৈবরাসায়নিক ব্যাখ্যা নিয়ে “সত্যেন বোস স্মারক বক্তৃতা” প্রদান করেন অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায়। জ্যোতির্বিজ্ঞান বিষয়ে একটি সংক্ষিপ্ত মনোগ্রাহী বক্তৃতা প্রদান করেন জনপ্রিয় বিজ্ঞানী ও সুবক্তা ড. দেবীপ্রসাদ দুয়ারী। দ্বিতীয় অধিবেশনে আটটি পৃথক সেমিনার হলে বিশেষজ্ঞদের উপস্থিতিতে একই সঙ্গে শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির ভিন্ন ভিন্ন শাখার গবেষণাপত্র পাঠ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আশুতোষ ঘোষ, ঝাড়গ্রাম সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমিয় কুমার পণ্ডা, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় এবং কলেজের অধ্যক্ষ ড. জয়শ্রী লাহা। বিশিষ্ট অতিথি এবং আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জীব-প্রযুক্তি বিদ্যা বিভাগের কর্তা সুদীপ্ত ঘোষ, সিএসআইআর-আইআইসিবি-র অধিকর্তা অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ড. দেবীপ্রসাদ দুয়ারী প্রমুখ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক বৃন্দ সহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

thebengalpost.net
ছবিতে- রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. জয়শ্রী লাহা :