দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ সেপ্টেম্বর: প্রায় ১৪ বছর পর একদা মাও অধ্যুষিত পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ভাউদিতে সিপিআইএম- এর মিছিল! সোমবার সকালে বৃষ্টিতে ভিজেই মিছিল করলো কয়েকশো সিপিআইএম কর্মী-সমর্থক। রাজ্য সরকার এবং স্থানীয় পঞ্চায়েতের বিভিন্ন দুর্নীতি ও পক্ষপাতমূলক কাজকর্মের প্রতিবাদে এদিনের এই মিছিল বলে সিপিআইম নেতৃত্ব জানিয়েছেন। মিছিলে ঢাক ঢোল ধামসা মাদল নিয়ে স্বতঃস্ফূর্তভাবে বিষ্ণুপুর ২ নং অঞ্চলের তিনটি বুথের কয়েকশো কর্মী সমর্থক অংশগ্রহণ করেন বলে জানা গেছে। মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো! প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৮ সালের পর থেকেই এই সমস্ত এলাকা থেকে প্রায় মুছে গিয়েছিল সিপিআইএম। ছিলোনা লাল পতাকার অস্তিত্ব! ধীরে ধীরে সারা রাজ্যের সাথে সাথে এই সমস্ত এলাকাতেও ফিরছে লালের দাপট। গেরুয়া-সবুজ ছেড়ে ফের লাল ঝান্ডার আশ্রয়েই ফিরতে চাইছেন সমর্থকরা। একসময়, পিঠ বাঁচাতে যারা গেরুয়া পতাকার তলায় আশ্রয় নিয়েছিলেন অথবা ঘর ছাড়া ছিলেন, তারাই এখন সাহস বুকে নিয়ে লাল পতাকা নিয়ে মিটিং-মিছিল করছেন বলে সূত্রের খবর।

thebengalpost.net
সিপিআইএম (CPIM)- এর মিছিল:

এদিকে, সকালে সিপিআইএম- এর মিছিলের পর ওই একই এলাকাতে কয়েকশো কর্মী সমর্থক নিয়ে তৃণমূল-ও মিছিল করলো। ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নেপাল সিংহের নেতৃত্বে ভাউদি থেকে চাঁদাবিলা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই মিছিল। মিছিল শেষে অনুষ্ঠিত হয় পথসভা। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে একযোগে বিজেপি ও সিপিআইএমকে আক্রমণ করেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। তবে, এদিনের মিছিল মূলত কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে হলেও, আদতে তা যে সিপিএমের পাল্টা মিছিল হিসেবেই এলাকায় প্রভাব বিস্তার করে, তা বলাই বাহুল্য!

thebengalpost.net
তৃণমূলের মিছিল:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement) :