দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ মার্চ: ভোটের মুখেই রেল শহরে ভয়াবহ ডাকাতি! তাও আবার খোদ শাসকদল তৃণমূল কংগ্রেসের ‘ডাকাবুকো’ কাউন্সিলরের বাড়িতেই। জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের ১৫নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বান্টা মুরলিধর রাওয়ের অনুপস্থিতিতে তাঁর স্ত্রী-র হাত-পা বেঁধে কয়েক লক্ষ টাকার গয়না এবং টাকা-পয়সা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা! তাঁদের কাছে আগ্নেয়াস্ত্র (পিস্তল) ছিল বলেও অভিযোগ কাউন্সিলরের স্ত্রী বান্টা বিজয়ার। মঙ্গলবার (১৯ মার্চ) রাত্রি ১০টা নাগাদ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন তিনি। দুষ্কৃতীরা মুখে মাস্ক পরে এসেছিল বলেও বুধবার সকালে জানিয়েছেন তিনি। এদিকে, লোকসভা নির্বাচনের মুখেই রেল শহরে ফের এই ধরনের দুষ্কৃতী-তাণ্ডবে চাঞ্চল্য ছড়িয়েছে।

thebengalpost.net
কাউন্সিলরের স্ত্রী’র হাত-পা বেঁধে ডাকাতি:

উল্লেখ্য যে, পৌরসভা নির্বাচনের পরই কংগ্রেস থেকে তৃণমূলে ফিরে গিয়েছেন ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর বান্টা মুরলি। মঙ্গলবার রাতে ওই সময় তিনি দলের কাজেই পার্টি অফিসে তথা বাড়ির বাইরে ছিলেন বলে জানা গেছে। সেই সুযোগেই তাঁদের রেল কোয়ার্টারে ঢুকে দুষ্কৃতীরা এই কান্ড ঘটায় বলে অভিযোগ বান্টার স্ত্রী বিজয়ার। তাঁর দাবি, ৪ জন অচেনা যুবক মুখে মাস্ক পরে রেল কোয়ার্টারে ঢুকে পড়ে। সেই সময় বান্টা বাড়িতে ছিলেন না। বাড়িতে ঢুকেই দুষ্কৃতীরা জিজ্ঞেস করে, “বান্টা ভাইয়া ঘরমে হ্যায়?” তাঁর স্ত্রী বাইরে বেরিয়ে ওই যুবকদের পরিচয় জানার চেষ্টা করতে না করতেই, চার দুষ্কৃতী ঘরে ঢুকে বিজয়ার হাত-পা বেঁধে দেয় বলে অভিযোগ। এরপর তাঁর পরনের সমস্ত সোনার গয়না বলপূর্বক খুলে নেয়। হাতের চুড়ি ও বালা খোলার সময় তিনি জখম হন বলেও অভিযোগ বিজয়ার। হাত থেকে রক্ত পড়লেও তাঁর হাতে ও গলায় থাকা সমস্ত সোনার গয়না দুষ্কৃতীরা টেনে খুলে নেয় বলে অভিযোগ। এছাড়াও, আলমারি ভেঙে আরও কয়েক লক্ষ টাকার গয়না এবং নগদ টাকা বের করে চম্পট দেয় বলে জানিয়েছেন তিনি।

thebengalpost.net
কয়েক লক্ষ টাকার গয়না চুরির অভিযোগ:

বুধবার সকালে বিজয়া বলেন, দুষ্কৃতীরা ঘরে ঢুকেই বান্টার খোঁজ করেন। তাদের প্রত্যেকের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। তাই, দুষ্কৃতীরা বেরিয়ে যাওয়ার পর আতঙ্কে তাদের পিছু ধাওয়া করার কথা ভাবেননি তিনি। ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বান্টা মুরলিধর রাও বলেন, এলাকায় ক্রিমিনালদের অ্যাক্টিভিটি বাড়ছে। এই ধরনের ঘটনা আরো ঘটেছে। তা নিয়ে পুলিশকেও তিনি জানিয়েছিলেন। পুলিশ বেশ কিছু ক্ষেত্রে ব্যবস্থাও নিয়েছে। কিন্তু, তারপরেও ক্রিমিনালদের দাপট কমেনি! জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দ্রুত দুষ্কৃতীদের পাকড়াও করা হবে।

thebengalpost.net
অভিযোগ, আলমারি ভেঙেও লক্ষাধিক টাকার গয়না নিয়ে যায় ডাকিতদল: