thebengalpost.net
বিদ্যাসাগর শিশু নিকেতনের সফল পড়ুয়াদের সঙ্গে অধ্যক্ষ চন্দা মজুমদার:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ মে: প্রকাশিত হল চলতি বছরের (২০২৪) ICSE (দশম) এবং ISC (দ্বাদশ)-র ফলাফল। রাজ্যে আইসিএসই-এর পাশের হার ৯৯.৪৭ শতাংশ। আইএসসি-র পাশের হার ৯৮.১৯ শতাংশ। ICSE-তে ছাত্রীরা উল্লেখযোগ্য ফল করেছে ছাত্রদের তুলনায়। ছাত্রীদের পাশের হার ICSE-তে ৯৯.৪১ শতাংশ, ছাত্রদের পাশের হার ৯৯.০৭ শতাংশ। ISC-তেও ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। ISC-তে রাজ্যে ছাত্রীদের পাশের হার ৯৮.৪৬ শতাংশ, ছাত্রদের পাশের হার ৯৬.৮৮ শতাংশ। অপরদিকে, এবারও শহর মেদিনীপুরের বিদ্যাসাগর শিশু নিকেতনের (Vidyasagar Shishu Niketan) পড়ুয়ারা সর্বভারতীয় স্তরে ঈর্ষণীয় ফলাফল করেছে বলে বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। সর্বভারতীয় স্তরে প্রথম দশের মধ্যে মেদিনীপুর শহরের স্বনামধন্য এই ইংরেজি মাধ্যম স্কুলের ১২ জন ছাত্র-ছাত্রী জায়গা করে নিয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষা চন্দা মজুমদার। তাঁরা সকলেই ৯৮ শতাংশ বা তার থেকে বেশি নম্বর পেয়েছেন বলেও জানানো হয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফে।

thebengalpost.net
বিদ্যাসাগর শিশু নিকেতনের সফল পড়ুয়াদের সঙ্গে অধ্যক্ষ চন্দা মজুমদার:

এবার, ICSE এবং ISC পরীক্ষায় বিদ্যাসাগর শিশু নিকেতনের যথাক্রমে ১৮৩ এবং ১৩৩ জন ‌ছাত্র-ছাত্রী সফল হয়েছেন। ICSE-তে ৯৮.৬ শতাংশ নম্বর (৫০০-র মধ্যে ৪৯৩) নিয়ে যুগ্মভাবে সর্বভারতীয় স্তরে ‘সপ্তম’ হয়েছেন আলিপ্সা রায় এবং স্নেহীল মন্ডল। এছাড়াও, ৯৮.৪ শতাংশ নম্বর (৫০০-র মধ্যে ৪৯২) পেয়ে ‘অষ্টম’ স্থান দখল করেছেন যথাক্রমে- অভীপ্সা চক্রবর্তী, সংসপ্তিকা মোহান্তি, আত্মজা অভিরূপা দাস এবং ঐশিকী পন্ডা। ৯৮.২ শতাংশ নম্বর (৪৯১) পেয়ে ‘নবম’ হয়েছেন অঙ্কিত কুন্ডু।

অন্যদিকে, ISC-তে বিজ্ঞান বিভাগে ৯৭.৭৫ শতাংশ নম্বর পেয়েছেন সৌমিলি দাস। বিজ্ঞান বিভাগে বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর পেয়েছেন সৌমিলি-ই। ৯৫ শতাংশ নম্বর নিয়ে কলা বিভাগে প্রথম হয়েছেন শ্রেয়াঙ্কা দত্ত এবং বাণিজ্য বিভাগে ৮৬.৭৫ শতাংশ পেয়ে প্রথম হয়েছেন রাজ পান্ডে। পড়ুয়াদের সাফল্যে খুশি বিদ্যালয়ের অধ্যক্ষা, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবকরা। অধ্যক্ষা চন্দা মজুমদার জানান, ICSE-তে ৯৮ শতাংশের উপরে নম্বর পেয়েছেন ১২ জন ছাত্র-ছাত্রী এবং ৯৫ থেকে ৯৭.৯৯ শতাংশের মধ্যে নম্বর পেয়েছেন ৩১ জন এবং ৯০ থেকে ৯৪.৯৯ শতাংশের মধ্যে নম্বর পেয়েছেন ৩৫ জন ছাত্র-ছাত্রী। ISC-তে ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৭জন এবং ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ২২ জন ছাত্র-ছাত্রী। তিনি ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করার সাথে সাথেই জানিয়েছেন আগামী বছর (২০২৫) ICSE এবং ISC-তে বিদ্যালয়ের যথাক্রমে ১৮৯ জন এবং ১৫০ জন ছাত্র-ছাত্রী অংশ নিতে চলছেন।

thebengalpost.net
বিদ্যাসাগর শিশু নিকেতনের ফলাফল: