দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ মে: প্রশিক্ষণ ছাড়াই নৃত্য, অভিনয় সহ শিল্প-কলায় অভূতপূর্ব পারদর্শী। স্বভাব-শিল্পী সৌরভের রবীন্দ্রনৃত্যে মুগ্ধ হন স্বনামধন্য প্রশিক্ষকেরাও। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া তথা ইউটিউবের (Youtube) সৌজন্যে প্রশিক্ষণহীন নৃত্যশিল্পী হিসেবে ইতিমধ্যেই সাড়া ফেলেছে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের সৌরভ মাণ্ডি। রাজ্য কলা উৎসবেও একক অভিনয়ে সৌরভ জিতে নিয়েছে পুরস্কার। জঙ্গল অধ্যুষিত গোয়ালতোড়ের বাসিন্দা সেই সৌরভ-ই এবার উচ্চ মাধ্যমিকে ৭৭ শতাংশ নম্বর পেয়ে শিক্ষক-শিক্ষিকাদের ‘গর্বিত’ করল! ইংরেজিতে ৯৪, শারীরবিদ্যাতে ৯২ সহ কলা বিভাগ থেকে ৩৮৬ (বেস্ট অফ ফাইভে/৫০০-র মধ্যে) পেয়েছে সৌরভ (বাংলা- ৬৮, ভূগোল ৬৬, পুষ্টিবিদ্যা ৬৬, ইতিহাস ৬৪)।
উল্লেখ্য যে, পঞ্চম শ্রেণী থেকেই মৌপাল স্কুলের হস্টেল বা ছাত্রাবাসে থেকে পড়শোনা করে সৌরভ। স্বাভাবিকভাবেই তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদেরই অবদান বেশি বলে জানায় সৌরভ। শান্ত, ভদ্র ও অনুগত সৌরভের সাফল্যে আপ্লুত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও। প্রত্যন্ত জঙ্গলমহলের (গোয়ালতোড় সংলগ্ন একটি গ্রামের) এক দরিদ্র পরিবারের সন্তান সৌরভ। বাবা মঙ্গল মাণ্ডি পেশায় বাস চালক। মা অদিতি মাণ্ডি গৃহবধূ। সৌরভের একজন দিদিও আছেন। হস্টেলে থাকলেও, সৌরভের সমস্ত বিষয়ে তার মায়ের তীক্ষ্ণ নজর! বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. প্রসূন কুমার পড়িয়া বলেন, “সৌরভ তখন ষষ্ঠ শ্রেণির ছাত্র। বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন ওর মাকে দেখি ঘুঙুর ও শাড়ি নিয়ে স্কুলের সামনে দাঁড়িয়ে! জানতে চাইলাম, কী ব্যাপার? বললেন, সৌরভ নাচবে। তাই এগুলো দিতে এসেছি। এরপর, শাড়ি, ঘুঙুর পরে দিদিদের (বিদ্যালয়ের উঁচু ক্লাসের ছাত্রীদের সঙ্গে) সাথে দিব্যি নাচলো সৌরভ! সাবলীল, স্বতঃস্ফূর্ত। তখন থেকেই কখনও মেয়ের সাজে, কখনও ছেলের আবার কখনও আদিবাসী নৃত্যে তো কখনও আঞ্চলিক গানে অসম্ভব সুন্দর নৃত্য কলা মেলে ধরে সে। তবে, রবীন্দ্রনৃত্য বা রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ওর নাচটা তো পুরোপুরি স্বভাবজাত!”
বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারাও জানান, সৌরভ প্রবন্ধ রচনা, তাৎক্ষণিক বক্তৃতা, রবীন্দ্র সংগীত, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা- প্রভৃতি নানা বিষয়ে পারদর্শী। পড়াশোনা ও সামগ্রিক বিচারে বিদ্যাপীঠের বর্ষসেরা ছাত্রের স্বীকৃতিও পেয়েছে সে। সকল শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীর কাছে অত্যন্ত প্রিয় সৌরভ ২০২২ শিক্ষাবর্ষে সমগ্র শিক্ষা মিশন আয়োজিত রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় একাঙ্ক নাটকে মনোমুগ্ধকর অভিনয় করেছে। ছাত্রাবাসের যে কোন অনুষ্ঠানেও সৌরভের অনুষ্ঠান সঞ্চালনা ও বক্তব্য পরিবেশন খুবই প্রশংসনীয় বলে জানান শিক্ষক-শিক্ষিকারা। সৌরভ বলে, “ইংরেজি সাহিত্য নিয়ে পড়তে চাই। গবেষণা করতে চাই ইংরেজি সাহিত্য নিয়ে। অধ্যাপক হওয়ার ইচ্ছে আছে। যদিও, জানিনা আদৌ তা সম্ভব হবে কিনা!”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…