দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৫ মে: সোমবার (১৩ মে) প্রকাশিত হয়েছে CBSE (Central Board of Secondary Education)-র দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল (CBSE Results 2024)। দশমে পাশের হার ৯৩.৬ শতাংশ এবং দ্বাদশে ৮৭.৯৮ শতাংশ। পাশের হারে উভয় ক্ষেত্রেই এগিয়ে মেয়েরা। এদিকে, CBSE-র দশম ও দ্বাদশে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে ডিএভি মডেল স্কুল, আইআইটি খড়্গপুরের (DAV Model School, IIT Kharagpur) পড়ুয়ারা। দশমের ১৪৯ জন পড়ুয়ার মধ্যে ৭৩ জনই পেয়েছে ৯০ শতাংশ বা তার থেকে বেশি নম্বর। সর্বোচ্চ ৯৯ শতাংশ (বেস্ট অফ ফাইভে 495) নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য ‘অষ্টম’ (8th Rank) স্থান অধিকার করেছে সেখ সানা (Sk. Sana)। এছাড়াও, বিজেতা ঘোষ (Bijeta Ghosh) এবং সূর্যানি পোদ্দার (Surjani Podder) পেয়েছে যথাক্রমে ৯৮.৬ (493) এবং ৯৮.৪ (492) শতাংশ নম্বর।
অন্যদিকে, CBSE-র দ্বাদশে ডিএভি, খড়্গপুরের (DAV Model School, IIT Kharagpur) ১২০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯ জন পেয়েছে ৯০ শতাংশ বা তার থেকে বেশি নম্বর। সর্বোচ্চ ৯৬.৮ (484) শতাংশ নম্বর পেয়েছে স্নেহা প্রসাদ (Sneha Prasad)। স্নেহা ‘হিউম্যানিটিস’ বা কলা (Humanities) বিভাগের ছাত্রী। বিজ্ঞান বিভাগ (Science) থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছে রুদ্র সাহু (479) এবং বাণিজ্য বিভাগ (Commerce) থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছে ডি.শ্রুতি (473)। দশম ও দ্বাদশের পড়ুয়াদের সাফল্যে উচ্ছ্বাসিত বিদ্যালয়ের অধ্যক্ষা (Principal) লোপা চ্যাটার্জি (Lopa Chatterjee) সহ শিক্ষক-শিক্ষিকারা। পড়ুয়াদের অভিনন্দিত করার সাথে সাথেই, তাদের আরও সাফল্য কামনা করেছেন অধ্যক্ষা। (ছবি- স্কুল কর্তৃপক্ষ)