দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মার্চ: আদালতের নির্দেশে শেষ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম শ্রেণীর ৭৭৫ জন শিক্ষকের চাকরি বাতিল হল। প্রথম পর্যায়ে গত সপ্তাহে বাতির করা হয়েছিল ৬১৮ জনের নিয়োগ। দ্বিতীয় দফায় বাতিল করা হল আরও ১৫৭ জনের চাকরি। স্কুল সার্ভিস কমিশন সুপারিশ পত্র প্রত্যাহার করার পরই, মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board of Secondary Education) তরফে এই ৭৭৫ জন শিক্ষকের নিয়োগ বাতিল করে দেওয়া হল। ইতিমধ্যে নিজেদের ওয়েবসাইটে (http://www.wbbse.wb.gov.in) দুই দফায় ৭৭৫ জন শিক্ষক-শিক্ষিকার নাম, রোল নম্বর, বিষয় সহ বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, প্রতিটি জেলার ডি.আই অফিসে সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। গত সপ্তাহে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের নির্দেশ পাওয়ার পরই স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ দ্রুততার সঙ্গে এই শিক্ষক-শিক্ষিকাদের চাকরি বাতিল করে। স্কুল সার্ভিস কমিশন নিজেদের আইনের ১৭ নং ধারা প্রয়োগ করে (পরোক্ষে নিজেদের ‘ভুল’ রেকমেন্ডেশনের কথা স্বীকার করে) এই শিক্ষকদের চাকরি বাতিল করেছে।

thebengalpost.net
বেনেদীঘি জনকল্যাণ হাই স্কুল (ছবি- সংগৃহীত):

এদিকে, তালিকা অনুযায়ী জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ৭৭ জন শিক্ষকের নিয়োগ বাতিল হয়েছে। প্রথম পর্যায়ে ৬৪ (৬১৮’র মধ্যে) এবং পরে ১৩ (১৫৭’র মধ্যে) জনের নিয়োগ বাতিল হল! এই ৭৭ জনের মধ্যে সর্বাধিক ‘ভুয়ো’ শিক্ষক-শিক্ষিকা আছেন খড়্গপুর মহকুমায়। তারপর ঘাটাল মহকুমায়। ৮-১০ জন আছেন মেদিনীপুর সদর মহকুমারও। উল্লেখযোগ্য ভাবে, খড়্গপুর মহকুমার সবংয়ের লুটুনিয়া এবং মোহাড়ের যথাক্রমে বেনেদীঘি জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ও মোহাড় ব্রহ্মময়ী উচ্চ বিদ্যালয়ের ৩ জন করে শিক্ষক আছেন তালিকায়। এছাড়াও, সারতা তারকনাথ, রুইনান উচ্চ বিদ্যালয়, শ্যামসুন্দরপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ, বলপাই পশুপতি সুরেন্দ্র বিদ্যাপীঠ সহ শুধু সবং ব্লকেরই অন্তত ১৫-১৬ জন শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে। তালিকায় ডেবরা ও পিংলারও বিভিন্ন স্কুলের কয়েকজন শিক্ষক-শিক্ষিকা আছেন বাতিলের তালিকায়। রাধামোহনপুর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে মাদপুর উচ্চ বিদ্যালয়, খড়্গপুরের নিমপুরা আর্য বিদ্যাপীঠ প্রভৃতি স্কুলের শিক্ষকদের নিয়োগ বাতিল হয়েছে। বাতিল হয়েছে বেলদা’র নামকরা স্কুল বেলদা গঙ্গাধর অ্যাকাডেমির এক শিক্ষকের চাকরিও। এছাড়াও, দাঁতন ও খড়্গপুর গ্রামীণ এলাকার একাধিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা আছেন বাতিলের তালিকায়।

এছাড়াও, ঘাটাল মহকুমার ঘাটাল, দাসপুর ও চন্দ্রকোনার অন্তত ৮-১০ জন শিক্ষক-শিক্ষিকা আছেন নিয়োগ বাতিলের তালিকায়। এর মধ্যে, নাড়াজোল মহেন্দ্র অ্যাকাডেমির মতো নামকরা স্কুলও আছে তালিকায়। অন্যদিকে, কেশপুর ব্লকের মহিষদা উচ্চ বিদ্যালয় সহ ব্লকের ২-৩ জন শিক্ষক-শিক্ষিকা আছেন তালিকায়। গড়বেতা ও গোয়ালতোড় সহ ২-৩ জন শিক্ষক-শিক্ষিকা আছেন। শালবনী ব্লকের একটিমাত্র স্কুল (যাত্রা বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়)-ই আছে এই তালিকায়। অপরদিকে, শহর মেদিনীপুরের চিড়িমারসাই রাধামাধব জীউ স্কুলের ১ শিক্ষক এবং শহরের অদূরে গুড়গুড়িপাল উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষকের চাকরিও বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ। ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম, সাঁকরাইল, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, জামবনি সহ বিভিন্ন ব্লকের ১১ জন শিক্ষক-শিক্ষিকা আছেন এই বাতিল শিক্ষকদের তালিকায়। অন্যদিকে, চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকাদের একাংশ সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের ১৭ নং ধারাকে (নিজেদের ভুল রেকমেন্ডেশন বাতিল করার অধিকার) চ্যালেঞ্জ করবেন বলে জানিয়েছেন।

thebengalpost.net
বলপাই পশুপতি সুরেন্দ্র বিদ্যাপীঠ (ছবি- সংগৃহীত):