দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২২ এপ্রিল:কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে, ২০১৪ প্রাইমারি টেট (Primary TET- 2014) পাস এবং প্রশিক্ষিত চাকরি প্রার্থীদের টেট সার্টিফিকেট (TET Certificate) দেওয়ার কথা ঘোষণা করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। শুক্রবার (২২ এপ্রিল) নিজেদের ওয়েবসাইটে (www.wbbpe.org) এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পর্ষদ এর পক্ষ থেকে। খুব দ্রুত একটি পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।

thebengalpost.net
বিজ্ঞপ্তি :

উল্লেখ্য যে, গত ৩ ফেব্রুয়ারি (২০২২), ২০১৪ প্রাইমারি টেট পাস পরীক্ষার্থীদের সার্টিফিকেট বা শংসাপত্র দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তারপরই পর্ষদ এর পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে, যাঁরা বিভিন্ন কারণে এই সার্টিফিকেট নিতে চান না, তাঁদের পরীক্ষার ফিস ফেরত দিয়ে দেবে পর্ষদ। সেজন্য তাঁদের রোল নম্বর সহ পর্ষদের ঠিকানায় স্পিড পোস্টে আবেদন জানানোর কথা বলা হয়েছে। প্রসঙ্গত এও উল্লেখ্য যে, ২০১৪ এর টেট পাস ও প্রশিক্ষিতদের মধ্যে প্রায় ১৩-১৪ হাজার চাকরিপ্রার্থী চলতি নিয়োগ প্রক্রিয়ায় ইতিমধ্যে চাকরি পেয়েছেন। এখনও, প্রায় ৬-৭ হাজার ‘নট ইনক্লুডেড’ পরীক্ষার্থী নিয়োগের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেই পরিস্থিতিতে হয়তো নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার আগে পর্ষদ টেট সার্টিফিকেট দিয়ে রাখতে চাইছেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।