thebengalpost.net
Union Public Service Commission:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৮ ফেব্রুয়ারি: UPSC বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission)-এর ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আবেদন করতে হবে ১৫ ফেব্রুয়ারির মধ্যে। কেন্দ্রীয় সরকার অধীনস্থ বিভিন্ন বিভাগ এবং প্রতিষ্ঠানে এই নিয়োগ করা হবে। যেমন- কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে একাধিক বিভাগে (স্পেশালিষ্ট গ্রেড-3), কেন্দ্রীয় জল ও বিদ্যুৎ গবেষণা কেন্দ্রে (সায়েন্টিস্ট- B), জিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় অ্যাসিসট্যান্ট ডিরেক্টর প্রভৃতি পদে নিয়োগ করা হবে। সাধারণ বিভাগ এবং সংরক্ষিত বিভাগ মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ৬৮টি।

thebengalpost.net
Union Public Service Commission:

আবেদনের জন্য প্রতিটি পদের যোগ্যতা এবং বেতন আলাদা রয়েছে। সেগুলি জানতে ইউপিএসসি-র ওয়েবসাইটে (upsc.gov.in) দেওয়া মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে। তবে, শুধু মাত্র ভারত, নেপাল এবং ভুটানের নাগরিকেরাই আবেদন করতে পারবেন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, নির্ধারিত আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ ফেব্রুয়ারি (২০২৪)। আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট নেওয়া যাবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আরও বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট (upsc.gov.in) থেকে।