thebengalpost.net
'নবান্ন' থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩১ জানুয়ারি: পৌরভোট আর পঞ্চায়েত নির্বাচনের আগে নতুন চমক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষিত যুব সম্প্রদায়ের জন্য নিয়ে এলেন নতুন প্রকল্প- “ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিম, ২০২২” (West Bengal Students Internship Scheme- 2022)। এই প্রকল্পে প্রতি বছর ৬,০০০ জনকে ইন্টার্নশিপে নেওয়া হবে। তাঁরা বাড়ির নিকটবর্তী বিভিন্ন সরকারি অফিসে বা দপ্তরে ‘ইন্টার্ন’ হিসেবে কাজ করবেন। বিভিন্ন সরকারি প্রকল্প কিভাবে বাস্তবায়িত হয়, তা হাতে কলমে শিখবেন। এজন্য প্রতি মাসে দেওয়া হবে ৫ হাজার টাকা করে ভাতা। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

thebengalpost.net
‘নবান্ন’ থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা :

স্নাতকস্তরে ৬০ শতাংশ নম্বর পেলেই অনলাইনে করা যাবে আবেদন। সেই আবেদন খতিয়ে দেখবে সিলেকশন বোর্ড। মুখ্যসচিবের নেতৃত্বে এই পুরো বিষয়টি পরিচালিত হবে। তার পর হবে নিয়োগ। প্রতি বছরে ৬ হাজার ইন্টার্ন নিয়োগ করা হবে। পড়ুয়ারা নিজের এলাকার রাজ্য সরকারি বা ব্লক স্তরের অফিসে নিযুক্ত হবেন। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে, স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম। এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর স্নাতকস্তরের ৬ হাজার পড়ুয়াকে ইন্টার্ন হিসেবে নিয়োগ করা হবে। আইটিআই এবং পলিটেকনিকের পড়ুয়ারাও পাবেন সুযোগ। মিলবে ৫ হাজার টাকা ভাতাও। ৪০ বছর বয়স পর্যন্ত এই প্রকল্পে আবেদন করা যাবে। ইন্টার্নশিপের মেয়াদ হবে ১ বছর। তবে ভাল কাজ করলে ইন্টার্নশিপের মেয়াদ আরও বাড়বে। এক বছর পর দেওয়া হবে অভিজ্ঞতার শংসাপত্র বা Experience Certificate। যা ভবিষ্যতে ওই পড়ুয়াদের বিভিন্ন চাকরির ক্ষেত্রে কাজে লাগবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।