দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১০ জানুয়ারি: বহু প্রতীক্ষিত প্রাথমিক টেট- ২০১৭ (Primary Tet- 2017) এর ফল প্রকাশিত হল। সোমবার বিকেল সাড়ে চারটা নাগাদ প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট www.wbbpe.org এ এই ফল প্রকাশিত হয়। পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর ও জন্ম তারিখ দিয়ে ‘কোয়ালিফায়েড’ (পাস) কিনা দেখে নিতে পারবেন। পাস করলে Qualified এবং পাস না করলে Not Qualified দেখাচ্ছে। তবে, কোনো নম্বর দেখা যাচ্ছে না বলে অনেক চাকরিপ্রার্থীই ক্ষোভ প্রকাশ করেছেন।

thebengalpost.net
প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি :

প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য সাংবাদিকদের জানিয়েছেন, গত ৩১ জানুয়ারি (২০২১) যে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল, তাতে মোট পরীক্ষার্থী ছিল ২ লক্ষ ৪৫ হাজার ৩৪৪ জন। পরীক্ষা দিয়েছিলেন ১ লক্ষ ৮৯ হাজার ৮১৪ জন।‌ পাস করেছেন ৯ হাজার ৮৯৬ জন। সুতরাং পাসের হার মাত্র ৫.২১ শতাংশ। উল্লেখ্য যে, ইতিমধ্যে ২০১৪ প্রাইমারি টেটের নট ইনক্লুডেড প্রায় ৭-৮ হাজার চাকরিপ্রার্থী আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, ২০১৭ টেট পাস ৯৮৯৬ জন যোগ্যপ্রার্থীও লড়াইতে চলে এলেন শিক্ষক হওয়ার দৌড়ে। এবার, শুধু এটাই দেখার পরবর্তী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয় সেদিকেই!