thebengalpost.net
নিয়োগপত্র হাতে খুশি চাকরিপ্রার্থীরা :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ নভেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য জুড়ে চলছে ১৬ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ। এই নিয়োগ প্রক্রিয়ায় ইতিমধ্যে ১৫ হাজার ২৮৪ জনের চাকরি হয়ে গেছে প্রথম পর্যায়ে। বাকি ১২১৬ জনের মধ্যে সম্প্রতি ৪৭৪ জন সফল প্রার্থীর নাম প্রকাশিত হয়েছে। এই তালিকায় নট ইনক্লুডেড এবং অফলাইনে আবেদনকারীরা আছেন। এবার, সেই ৪৭৪ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার কাজ শুরু হল রাজ্য জুড়ে। এই ৪৭৪ জনের মধ্যে প্রায় ৪৬ জন আছেন পশ্চিম মেদিনীপুর জেলার। সম্প্রতি, সেই ৪৬ জনের নামের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছিল পশ্চিম মেদিনীপুর প্রাথমিক বিদ্যালয় সংসদ (DPSC) অফিসে। সোমবার তাঁদের কাউন্সেলিং এবং নিয়োগপত্র তুলে দেওয়ার কাজ সম্পন্ন হলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে। আগামীকাল থেকেই তাঁরা নিজেদের বেছে নেওয়া স্কুলে জয়েন করতে পারবেন বলে জানা গেছে সংসদ সূত্রে।

thebengalpost.net
নিয়োগপত্র হাতে খুশি চাকরিপ্রার্থীরা :

thebengalpost.net
স্বাগত জানানো হল চাকরিপ্রার্থীদের, উপস্থিত ছিলেন শাসকদলের জেলা সভাপতি সুজয় হাজরা :

উল্লেখ্য যে, দ্বিতীয় পর্যায়ে নিয়োগপত্র পাওয়া প্রার্থীদের স্কুল বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে প্রার্থীদের নিজেদের ব্লক বা নিকটবর্তী এলাকা এবং অবশ্যই সিঙ্গেল টিচার থাকা স্কুলগুলিকে। এমনটাই জানিয়েছেন DPSC চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই। তিনি বলেন, “যে সমস্ত স্কুলে একজন বা দু’জন শিক্ষক আছেন, সেখানেই নিয়োগ করা হচ্ছে নতুন শিক্ষকদের। আগামীকাল থেকেই তাঁরা নিজেদের স্কুলে জয়েন করতে পারবেন।” নিয়োগপত্র হাতে পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত নবনিযুক্ত প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা। এদিন, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসে নিয়োগপত্র নিতে আসা নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হল, পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির তরফ থেকে। তাঁদের হাতে তুলে দেওয়া হয় চকলেট ও কলম। উপস্থিত ছিলেন, তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরাও। তিনি বলেন, “অতিমারী পরিস্থিতির মধ্যেও রাজ্য জুড়ে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি ধন্যবাদ জানাই। যাঁরা (নট ইনক্লুডেড) আন্দোলন করছিলেন, তাঁদের মধ্যে অনেকেই চাকরি পেলেন। তাই তাঁদের সংবর্ধনা দেওয়া হল শিক্ষক সমিতির পক্ষ থেকে।” তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির তরফে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি অনিমেষ দে, জেলা চেয়ারম্যান শান্তনু দে প্রমুখ।

thebengalpost.net
নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হল তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে :