Recruitment

SSC: টর্চ নিয়ে রাজ্য জুড়ে তল্লাশি শিক্ষা প্রতিমন্ত্রীর! মন্ত্রী-কন্যার নম্বর ‘ফাঁস’ করে বিদায় SSC চেয়ারম্যানের, এই প্রথম দায়িত্বে IAS অফিসার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৮ মে:অপরাধ, ভরা আদালতে মন্ত্রী কন্যার নম্বর ফাঁস করে দেওয়া! ইন্টারভিউ না দিয়েও, ৯০ এর মধ্যে মাত্র ৬১ পেয়েও চাকরি শিক্ষিকা হয়েছেন। আর, ববিতা সরকারের মতো হাজার হাজার চাকরিপ্রার্থী বেশি নম্বর পেয়েও ৩-৪ বছর ধরে আদালতের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন অথবা রাস্তায় নেমে আন্দোলন অনশন করছেন! মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী’র বিষয়ে এই তথ্য তুলে ধরার পরই রাজ্য সরকারের চক্ষুশূল হলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। বুধবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-কেও সিবিআই এর মুখোমুখি হতে হয়েছে। সবমিলিয়ে এখন কাঠগড়ায় মাত্র চার মাস আগে চেয়ারম্যানের দায়িত্ব নেওয়া সিদ্ধার্থ মজুমদার। আর, তাই তাঁকে ইস্তফা দিতে হল! সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী-র পরোক্ষ নির্দেশেই নাকি ইস্তফা দিয়েছেন সিদ্ধার্থ মজুমদার। আর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই, এই প্রথম স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন কোন IAS (Indian Administrative Service) পদমর্যাদার ব্যক্তিত্ব। বুধবার সন্ধ্যায় স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে আইএএস অফিসার শুভ্র চক্রবর্তীর নাম ঘোষণা করা হয়েছে।

সিদ্ধার্থ মজুমদার:

এদিকে, গতকাল জলপাইগুড়িতে পদাতিক এক্সপ্রেসে উঠেছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী। তারপর তাঁদের আর খোঁজ পাওয়া যায়নি! সূত্র বলছে, তাঁদের শেষবার দেখা গেছে বর্ধমান স্টেশনে। হয়তো গ্রেফতারি এড়াতেই তাঁরা উধাও হয়ে গেছেন বলে খবর। এই পরিস্থিতিতে, সারা রাজ্য জুড়ে তাঁদের টর্চ নিয়ে খুঁজতে বেরিয়েছে বাম ছাত্র যুবরা! মেদিনীপুর থেকে মালদা, কাঁথি থেকে কলকাতা সর্বত্র বাম ছাত্র যুবরা হাতে টর্চ নিয়ে রাস্তায় নামলেন। তাঁদের দাবি, “শুধু আমরা নই, হাজার হাজার যোগ্য চাকরিপ্রার্থী থেকে শুরু করে সিবিআই কিংবা আদালত তৃণমূল কংগ্রেসের এই ‘পরশপাথর’কে খুঁজে বেড়াচ্ছে!” অন্যদিকে, রাত্রি সাড়ে ন’ট নাগাদ সিবিআই দপ্তর নিজাম প্যালেস থেকে বেরিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে প্রায় তিন ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর সমস্ত বয়ান রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে। বক্তব্যে অসঙ্গতি পাওয়া গেলে, ভবিষ্যতে ফের তাঁকে সিবিআই এর মুখোমুখি হতে হবে বলেও জানা গেছে।

পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী:

News Desk

Recent Posts

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

13 hours ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

15 hours ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

2 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

2 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

3 days ago

Midnapore: ‘দ্রোণাচার্য’ পুরস্কারে ভূষিত হলেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…

3 days ago