দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৫ মে:২০১৫’র পর ২০২২! ৭ বছর পর ফের রাজ্যের উচ্চ বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন (West Bengal Central School Service Commission)। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলিতে দ্রুত শিক্ষক নিয়োগ করা হবে। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে শীঘ্রই শূন্যপদ, শিক্ষক নিয়োগ পদ্ধতি সম্পর্কিত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও এদিনের এই সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, রাজ্যের জুনিয়ার হাই (বা, উচ্চ প্রাথমিক), মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিও দ্রুত জারি করা হবে বলে, আরেকটি বিজ্ঞপ্তি-তে জানানো হয়েছে। দুটি বিজ্ঞপ্তি-ই বৃহস্পতিবার (৫ মে) দুপুরে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জারি করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৫ সালে শেষবার স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। 1st SLST বা প্রথম রাজ্য স্তরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া’র জটিলতা এখনো পুরোপুরি কাটেনি। নবম-দশম ও একাদশ-দ্বাদশ মিলিয়ে প্রায় প্রায় ১৫-১৬ হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছে ২০১৯ সালের মধ্যে। কিন্তু, গত তিন বছর ধরে, সেই শিক্ষক নিয়োগের ভিত্তিতে নজিরবিহীন দুর্নীতির অভিযোগে একদিকে যেমন আদালতে মামলা চলছে, ঠিক তেমনি রাজপথে বসে আছেন অপেক্ষারত চাকরিপ্রার্থীরা। ইতিমধ্যে সিঙ্গেল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছিল। ডিভিশন বেঞ্চ গঠন করেছে সিট বা বিশেষ তদন্তকারী দল। আগামী ১৩ মে ডিভিশন বেঞ্চে শুনানিও আছে। আর, এই সমস্ত বিতর্কের মধ্যেই নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন নিঃসন্দেহে নতুন চমক সৃষ্টি করল!