দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১১ জানুয়ারি : কলকাতা হাইকোর্টের হুঙ্কারে কাজ হল! সরিয়ে দেওয়া হল চেয়ারম্যান শুভশঙ্কর সরকার-কে। স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) এর নতুন চেয়ারম্যান হলেন সিদ্ধার্থ মজুমদার। তিনি কলকাতার সিটি কলেজের অধ্যাপক। এর আগে তিনি কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রসঙ্গত, সোমবার স্কুল সার্ভিস কমিশনের (SSC) চেয়ারম্যান শুভশঙ্কর সরকারকে পদ থেকে অপসারণের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চেয়ারম্যানের (SSC Chairman) যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ রাজ্য শিক্ষা দফতরকে চেয়ারম্যান অপসারণের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয়। এরপরই, হাইকোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার সিদ্ধান্ত গ্রহণ করল স্কুল শিক্ষা দপ্তর।

thebengalpost.net
সরলেন শুভশঙ্কর সরকার :

জানা গেছে, আগামীকাল, বুধবার এসএসসি-র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন সিদ্ধার্থ মজুমদার। সিটি কলেজের এই অধ্যাপক প্রথম বার ব্রাত্য বসু (Bratya Basu) যখন শিক্ষামন্ত্রী’র দায়িত্বে ছিলেন, সেই সময় কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। উল্লেখ্য যে, গতকাল আদালত জানায়, নবম-দশম শিক্ষক নিয়োগে ভুল করেছে এস এস সি। যোগ্য প্রার্থীর কাউন্সেলিং না করিয়ে, অযোগ্যদের করা হয়েছে বলে জানায় আদালত। ভুলের মাশুল হিসেবেই শুভঙ্করের অপসারণের সুপারিশ করছেন তাঁরা। এসএলএসটি-র নবম এবং দশম শ্রেণির নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের মামলাতেই এমন নির্দেশ দেয় আদালত। শুভশঙ্করকে ২০ হাজার টাকা জরিমানাও করে হাই কোর্ট। এর পাশাপাশি, মামলাকারী চাকরিপ্রার্থীকে কাউন্সিলিংয়ের সুযোগ দেওয়ারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ এসএসএসি চেয়ারম্যানের এই ধরনের ‘ভুল’ সম্পর্কে রাজ্যের মুখ্যসচিবকে অবগত করার জন্য হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরই, তড়িঘড়ি সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর।

thebengalpost.net
নতুন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার (ছবি- সংগৃহীত)