দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: প্রাথমিকে চাকরি করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে বুধবার পশ্চিম মেদিনীপুরের এক স্কুল (উচ্চ বিদ্যালয়ের) শিক্ষককে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল সেলের অফিসাররা। ধৃত ওই স্কুল শিক্ষকের নাম বিমল কুমার দোলই (Bimal Kumar Dolai) বলে জানা গেছে কলকাতা পুলিশ সূত্রে। তিনি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের এনায়েতপুর (গুড়গুড়িপাল থানা) এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সদর ব্লকেরই চাঁদড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তিনি।
একসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা টিচার ইনচার্জের দায়িত্বে ছিলেন বিমল কুমার দোলই। বছর ৬০-এর ওই শিক্ষক বর্তমানে ওই স্কুলের সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন। ২০২৩ সালের নভেম্বর মাসেই চাকরি থেকে তাঁর অবসর নেওয়ার কথা। বুধবার বিকেলে কলকাতা পুলিশের একটি টিম এসে ওই শিক্ষককে গ্রেফতার করে নিয়ে যায় বলে জানা গেছে পুলিশ সূত্রে। আজ, বৃহস্পতিবার, ধৃত শিক্ষককে আদালতে তোলা হবে বলেও জানা গেছে। পশ্চিম মেদিনীপুরেরই বাসিন্দা দিব্যেন্দু শেঠ নামে এক যুবকের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করে দেওয়ার নামে ওই যুবকের কাছ থেকে কয়েক ধাপে মোট সাড়ে ৩ লক্ষ টাকা হাতিয়েছিলেন শিক্ষক বিমল কুমার দোলই। বর্তমানে, ওই যুবক কলকাতায় থাকেন। সম্প্রতি কলকাতার শেক্সপিয়র থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন যুবক। তারপরই, গ্রেপ্তার করা হয় ওই শিক্ষককে।
জানা গেছে, বাংলা বিষয়ের শিক্ষক বিমল কুমার দোলইয়ের শিক্ষক হিসাবে জনপ্রিয়তা ছিল। তবে, বিভিন্ন সময়ে চাকরি দেওয়ার নাম করে তিনি টাকা তুলেছিলেন বলেও অভিযোগ। এ নিয়ে আগেও নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে ওই শিক্ষককে। একসময় টানা কয়েক মাস স্কুলেও আসেননি বলে বিদ্যালয়ের একটি সূত্রে জানা যায়। সম্প্রতি স্কুলে আসা শুরু করেছিলেন তিনি। আর, তার মধ্যে টাকা ফেরত চেয়ে ওই যুবক সহ আরো কয়েকজন বিমল কুমার দোলই-কে একদিন ঘেরাও করে বিক্ষোভও দেখিয়েছিলেন। এ নিয়ে, স্কুল কর্তৃপক্ষও ওই শিক্ষকের প্রতি বিরক্ত ছিলেন বলে সূত্রের খবর। শেষ পর্যন্ত, লিখিত অভিযোগের ভিত্তিতে শিক্ষককে গ্রেফতার করা হয়। অভিযোগ, প্রাথমিকে চাকরি দেওয়ার নামে কয়েক দফায় সাড়ে তিন লক্ষ টাকা হাতিয়েছিলেন ওই শিক্ষক। চাকরি দিতে না পেরে, মাঝখানে একবার ভুয়ো নথিপত্র দিয়েছিলেন বলেও অভিযোগ। তদন্তে নেমে কলকাতা পুলিশের স্পেশাল টিম বুধবার বিকেলে তাঁকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাঁকে তোলা হবে আদালতে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…