দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৯ জানুয়ারি: পোস্ট অফিসে (India Post) বড়সড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। শূন্যপদ প্রায় ৪১ হাজার। ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়াও। প্রসঙ্গত, ৪০,৮৮৯টি গ্রামীণ ডাক সেবক বা GDS (Gramin Dak Sevaks) পদ পূরণের জন্য গত ২৭ জানুয়ারি (২০২৩) একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভারত সরকারের পোস্টাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গের ৩১ টি সার্কেলেও শূন্যপদের তালিকা দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। মেদিনীপুর সার্কেলে শূন্যপদ ১৬১টি। এর মধ্যে অসংরক্ষিত বা জেনারেলদের জন্য প্রায় ৬৬টি শূন্যপদ আছে। পোস্ট অফিসের কাজে আগ্রহী প্রার্থীরা ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট, indiapostgdsonline.gov.in -এর মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে, প্রার্থীর নিজস্ব সাইকেল থাকা বাঞ্ছনীয়। দক্ষ হতে হবে সাইকেল চালানোতে। জ্ঞান থাকতে হবে কম্পিউটারেও। বিস্তারিত জেনে নিন নিচে।
গ্রামীণ ডাক সেবক নিয়োগ প্রক্রিয়া (India Post GDS Recruitment)’য় শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড:আবেদনকারীকে অবশ্যই ইংরেজি ও গণিত-সহ দশম শ্রেণি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভারত সরকার, রাজ্য সরকারগুলি বা ইউনিয়ন স্বীকৃত স্কুল শিক্ষা বোর্ড থেকে গণিত ও ইংরেজিতে পাস গ্রেড থাকতে হবে এই প্রার্থীদের।
বয়স: প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। যথারীতি বয়সে ৫ বছরের ছাড় থাকবে SC-ST দের। ওবিসি (OBC)-দের ক্ষেত্রে ৩ বছরের ছাড়। অন্যান্য কয়েকটি বিষয়ের ক্ষেত্রেও যথারীতি বয়সের ছাড় দেওয়া হয়েছে।
বেতন: ব্রাঞ্চ পোস্ট মাস্টার (BPM)-এর ক্ষেত্রে বেতন ১২০০০ থেকে ২৯,৩৮০ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার (ABPM)-এর ক্ষেত্রে বেতন ১০ হাজার থেকে ২৪৪৭০ টাকা।
আবেদনের সময়সীমা: ইন্ডিয়া পোস্টে গ্রামীণ ডাক সেবক পদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রার্থীরা ১৭ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁদের আবেদনগুলি সম্পাদনা বা সংশোধন (Edit) করার সুযোগ পাবেন।
নির্বাচন প্রক্রিয়া: প্রার্থীদের একটি মেধা তালিকার ভিত্তিতে নির্বাচন করা হবে। যা একটি অনুমোদিত বোর্ড থেকে দশম মানের বা মাধ্যমিক স্তরের পরীক্ষায় ‘প্রাপ্ত নম্বর’ (Marks obtained in MP) এর উপর ভিত্তি করে হবে। বিবেচিত হওয়ার জন্য প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট অনুমোদিত বোর্ডের নিয়ম অনুসারে সমস্ত বিষয়ে পাস করতে হবে। আবেদনকারীদের আবেদনের পরে একটি সিস্টেম জেনারেটেড মেধাতালিকা তৈরি করা হবে। এরপর সেই তালিকা ডাক বিভাগের ওয়েবসাইট এবং গ্রামীন ডাক সেবকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য, প্রার্থীরা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন (indiapostgdsonline.gov.in)।
আবেদনের ফি: প্রার্থীদের আবেদন ফি ১০০ টাকা দিতে হবে। এই ফি’তে কিছু ব্যতিক্রমও রয়েছে। মহিলা/ট্রান্স-জেন্ডার প্রার্থী ও এসসি/এসটি বিভাগের প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না
কীভাবে আবেদন করবেন (India Post GDS Recruitment 2023 এর আবেদন প্রক্রিয়া): indiapostgdsonline.gov.in- এ অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। এবার রেজিস্ট্রেশন করুন ও আবেদনের পদ্ধতিতে এগিয়ে যান। এই পর্বে ফর্মটি পূরণ করুন। প্রয়োজনীয় নথি আপলোড করুন ও ফি জমা দিন। সব বিবরণ পরীক্ষা করুন ও ফর্ম জমা দিন। সব পদ্ধতি সম্পন্ন হয়ে গেলে কনফার্ম পৃষ্ঠাটি ডাউনলোড করুন। মনে করে ডাউনলোডের একটা প্রিন্টআউট নিয়ে রাখবেন।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…