দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৬ জুলাই: প্রাথমিকে অবশিষ্ট ১০,৫০০ শিক্ষক নিয়োগের কাউন্সেলিং বিজ্ঞপ্তি জারি করা হলো। চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের ঘোষণা মতো প্রাথমিক শিক্ষা পর্ষদ আজ (মঙ্গলবার) সন্ধ্যায় এই বিজ্ঞপ্তি জারি করলো। অনলাইনে কাউন্সেলিং হবে আগামী ১২ ই জুলাই থেকে ১৯ শে জুলাই পর্যন্ত।
এ প্রসঙ্গে উল্লেখ্য যে, ১৬ হাজার ৫০০ টি শূন্যপদের জন্য গত ১৫ ই ফেব্রুয়ারি (২০২১) যে ১৫,২৮৪ জনের নাম প্রকাশিত হয়েছিলো, তার মধ্যে প্রায় সাড়ে ৬ হাজার জন ইতিমধ্যে স্কুলে জয়েন করেছেন কাউন্সেলিং এর পর। বাকি প্রায় ৯০০০ জনের কাউন্সেলিং হবে এই দফায়। এছাড়াও, পরের দফায় আরও দেড় হাজার জনের কাউন্সেলিং হবে বলে মনে করা হচ্ছে। যারা এই দফার কাউন্সেলিং এ অংশগ্রহণ করবেন, তাদের জন্য ইতিমধ্যে লিঙ্ক খুলে দেওয়া হয়েছে www.wbbpe.org এই ওয়েবসাইটে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ নভেম্বর: আইআইটি (IIT)-র মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে অভাব…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…