দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ এপ্রিল: চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। চুক্তির ভিত্তিতে ‘কেস ওয়ার্কার’ (Case Worker) পদে নেওয়া হবে মহিলা কর্মী। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দফতরের তরফে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ বিভাগে নিয়োগ করা হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৫ হাজার টাকা। তবে, এই নিয়োগ পুরোপুরি চুক্তিভিত্তিক বলে জানিয়ে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া দরকার (১ এপ্রিল, ২০২৩ অনুযায়ী)। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি, কম্পিউটারের কাজে দক্ষতা থাকা দরকার। বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানা দরকার। ইংরেজি ভাষা লিখতে এবং পড়তে জানা দরকার। সংশ্লিষ্ট বিভাগে আগে অন্য কোথাও ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শুধুমাত্র SC ক্যাটাগরির প্রার্থীই এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ১২ এপ্রিল থেকে শুরু হয়েছে। আবেদন পত্র জমা দেওয়ার শেষ দিন ৪ মে (২০২৩)। বিস্তারিত দেখে নিতে পারেন জেলা প্রশাসনের ওয়েবসাইটে (paschimmedinipur.gov.in)।

thebengalpost.net
বিদ্যাসাগর বালিকা ভবনে ১ জন অফিসার ইনচার্জ নিয়োগ করা হবে :

অন্যদিকে, চুক্তির ভিত্তিতেই আরও একটি পদে মহিলা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। নারী ও শিশু কল্যাণ দপ্তরের অধীনে রাজ্য সরকারের একটি প্রজেক্টে (‘মিশন বাৎসল্য’) চুক্তির ভিত্তিতে আবাসিক ‘অফিসার ইনচার্জ’ নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। মেদিনীপুর শহরের উপকণ্ঠে রাঙামাটি এলাকায় অবস্থিত বিদ্যাসাগর বালিকা ভবন বা হোমের অফিসার ইনচার্জ পদে নিয়োগ করা হবে। মহিলা প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে ২৭ থেকে ৪০ এর মধ্যে। সোশ্যাল ওয়ার্ক/ সোসিওলজি/ সাইকোলজি/ পাবলিক হেলথ/ কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট বা ল প্রভৃতির মধ্যে যেকোনো একটি বিষয় নিয়ে পড়া থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই সরকার বা কোন স্বেচ্ছাসেবী সংস্থার (NGO) অধীনে ৩ বছরের জন্য নারী ও শিশু কল্যাণ সংক্রান্ত বিষয়ে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এছাড়াও, কম্পিউটারে জ্ঞান থাকলে ভালো। বেতন হবে প্রতি মাসে ৩৩,১০০ টাকা। আগামী ২৪ এপ্রিলের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে জেলা প্রশাসন প্রদত্ত নির্দিষ্ট ঠিকানায়। বাছাই করা আবেদন পত্র অনুযায়ী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা (৬০ নম্বরের MCQ) নেওয়া হবে। তারপর, ২০ নম্বরের কম্পিউটার টেস্ট এবং ২০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে। বিস্তারিত দেখুন পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের ওয়েবসাইটে (paschimmedinipur.gov.in)।