দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১ নভেম্বর: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিবপুরে (IIEST, Shibpur) বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে। সম্প্রতি, একটি ‘রোলিং বিজ্ঞপ্তি’-র মাধ্যমে জানানো হয়েছে প্রতিষ্ঠানের তরফে। ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদনের শেষ দিন ১৫ নভেম্বর। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি অনলাইনেই (www.iiests.ac.in) সম্পন্ন হবে। প্রতিষ্ঠানে যে বিভাগ কিংবা স্কুলগুলিতে নিয়োগ হবে, সেগুলি হল- এরোস্পেস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড মেকানিক্স, আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর্থ সায়েন্সেস, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং স্কুল অফ কমিউনিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

thebengalpost.net
শিবপুর আইআইইএসটি :

নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদে। শূন্যপদ রয়েছে ৭০টি। ‘রোলিং বিজ্ঞপ্তি’-তে জানানো হয়েছে, দ্বিতীয় রাউন্ডের জন্য প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। তবে, এই পর্বের শূন্যপদগুলিতে প্রথম পর্বের আবেদনকারীরাও পুনরায় আবেদন করতে পারবেন। সেজন্য তাঁদের শুধুমাত্র আবেদনপত্র আপডেট করতে হবে। নতুন যাঁরা আবেদন করবেন, তাঁদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র সহ অন্যান্য নথি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (www.iiests.ac.in) আপলোড করতে হবে। এরপর সমস্ত নথি পাঠাতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতেও। এর সঙ্গে আবেদনমূল্য বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে প্রার্থীদের। আবেদনের শেষ দিন ১৫ নভেম্বর। নিয়োগের শর্তাবলি এবং বাকি তথ্য বিস্তারিত জানার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।