thebengalpost.net
কলকাতা হাইকোর্ট :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৫ নভেম্বর: গ্রুপ- ডি মামলায় ফের কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মূল মামলা ডিভিশন বেঞ্চে থাকলেও, বৃহস্পতিবার ফের একটি মামলা উঠলে দেখা যায়, বিদ্যালয়ে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ হওয়া চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগের সংখ্যা ২৫ নয়, ৫০০-র বেশি! কলকাতা হাইকোর্টে আগেই এ বিষয়ে জানিয়েছিলেন মামলাকারীরা। বৃহস্পতিবার মোট ৫৪২ জনের নিয়োগ সংক্রান্ত ‘দুর্নীতিপত্র’ আদালতে জমা দেওয়া হয়। তারপরই ওই ৫৪২ জনের বেতন বন্ধের নির্দেশ দিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ।

thebengalpost.net
স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেওয়া হল :

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে মামলাকারীদের অভিযোগ ছিল, স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি করে ২৫ জনকে নিয়োগ করেছে গ্রুপ- ডি কর্মী হিসেবে। নথি খতিয়ে দেখে তাঁদের বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছিল আদালত। অস্বচ্ছ নিয়োগের অভিযোগ সামনে আসার পর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিল রাজ্য। বুধবার ওই মামলায় আগামী তিন সপ্তাহের জন্য সিবিআই তদন্তের রায়ে স্থগিতাদেশ দেয় আদালত! তারপর বৃহস্পতিবার ফের গ্রুপ ডি কর্মী নিয়োগে অনিয়মের মামলা উঠল একক বেঞ্চে। ৫৪২ জনের নথিপত্র জমা দেন মামলাকারীদের আইনজীবীরা। তারপরই, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয়, ২০১৯-এর ৪ মে’র পর নিয়োগ সুপারিশ হয়ে থাকলে এবং তার ভিত্তিতে মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগ করে থাকলে এবং বেতন চালু হয়ে গেলে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। নির্দেশ দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে।