thebengalpost.net
কলকাতা প্রাথমিক স্কুল কাউন্সিলে (কসবা থানার পাশে, বোসপুকুর রোড) :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২১ ডিসেম্বর: সুদীর্ঘ প্রতীক্ষার অবসান! কেস পিটিশনার ৭৩৮ জনের ইন্টারভিউ তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামীকাল অর্থাৎ ২২ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত, কলকাতা প্রাথমিক স্কুল কাউন্সিলে হবে ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন। তারপরই, ৭৩৮ টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানা গেছে, খুব দ্রুত এই নিয়োগ সম্পন্ন করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের নির্দেশে প্রশ্ন ভুল মামলার যে ২০-২৫ হাজার চাকরিপ্রার্থী গত ৭ ও ৮ জানুয়ারি প্রাথমিক শিক্ষা পর্ষদে গিয়ে নিজেদের আবেদনপত্র জমা দিয়ে এসেছিলেন, সেই হাজার হাজার চাকরি প্রার্থীর মধ্যে মাত্র ৭৩৮ জন ‘সর্বোচ্চ ৬ নম্বর’ (৬ টি প্রশ্ন বা তার উত্তর ভুল ছিল) দেওয়ার পর পাস করেছে বলে জানিয়েছে পর্ষদ। গতকাল (২০ ডিসেম্বর) সেই ৭৩৮ জনের তালিকা নিজেদের ওয়েবসাইটে (www.wbbpe.org) প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

thebengalpost.net
কলকাতা প্রাথমিক স্কুল কাউন্সিলে (কসবা থানার পাশে, বোসপুকুর রোড) :

উল্লেখ্য যে, ১৬,৫০০ নিয়োগ প্রক্রিয়ায় সর্বশেষ যে ৭৩৮ – টি শূন্য পদ সংরক্ষণ করে রাখা হয়েছিল, সেই নিয়োগ প্রক্রিয়া শুরু করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর আগে, প্রথম পর্যায়ে ১৫,২৮৪ (বাস্তবে ১২-২৩ হাজার) এবং দ্বিতীয় পর্যায় ৪৭৪ জনের নিয়োগ সম্পন্ন করেছে পর্ষদ। এবার, যে ৭৩৮-টি শূন্য পদে নিয়োগ হবে, সেখানে কাট অফ বা নম্বরের ভিত্তিতে প্রতিযোগিতা হবে নট ইনক্লুডেড প্রায় ৭-৮ হাজার অনলাইন ও অফলাইনে আবেদনকারীদের সঙ্গে এই ৭৩৮ জন কেস পিটিশনারের। তবে, নম্বরের ভিত্তিতে এঁরা যে অনেকটাই পিছিয়ে থেকে শুরু করবে তা বলাই বাহুল্য! সেক্ষেত্রে দরজা খুলে যেতে পারে নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের। যদিও, তাঁদের দাবি ৭৩৮ নয়, পড়ে থাকা সকল নট ইনক্লুডেড (৭-৮ হাজার) চাকরিপ্রার্থীকেই নিয়োগ করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী।