Recruitment

Primary Recruitment: B.Ed বা D.El.Ed কোর্সে ভর্তি হলেই প্রাইমারি TET এ বসা যাবে! চলতি বছরেই ১১ হাজার শিক্ষক নিয়োগের আশ্বাস সভাপতির, প্রতিবাদ নট ইনক্লুডেডদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১২ অক্টোবর: ২ বছরের ডি.এল.এড (D.El.Ed), ৪ বছরের বি.এল.এড (B.El.Ed), ২ বছরের আর.সি.আই অনুমোদিত ডি.এড (D.Ed) কিংবা বি.এড (B.Ed)- কোর্সে ভর্তি হলেই এবার থেকে প্রাইমারি টেট (Primary TET) পরীক্ষা দেওয়া যাবে। আজ, বুধবার (১২ অক্টোবর) বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। উল্লেখ্য যে, শুক্রবার (১৪ অক্টোবর) থেকেই ‘প্রাইমারি টেট-২০২২’ অনলাইন আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে যাওয়ার কথা। এর আগে, গত ২৯ সেপ্টেম্বর (২০২২) এর বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছিল, ১৪ অক্টোবর কিংবা তার পর থেকে অনলাইনে (www.wbbpe.org) প্রাইমারি টেট-২০২২ এর আবেদন প্রক্রিয়া শুরু হবে। আজ ফের টেট পরীক্ষায় বসার যোগ্যতা মান সম্পর্কিত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো পর্ষদের তরফে। আর, এই সমস্ত যোগ্যতা মান বা টেট পরীক্ষার আইন-কানুন এনসিটিই (NCTE)’র বিধি মেনেই প্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি ড. গৌতম পাল।

প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি:

অন্যদিকে, চলতি মাসের ২১ অক্টোবর থেকে ১১ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে বলেও পর্ষদ সভাপতি জানিয়েছেন। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে টেট ২০১৪ ও টেট ২০১৭-তে পাস করা এবং বি.এড বা ডি.এল.এড প্রশিক্ষিত প্রার্থীরা। পর্ষদ সভাপতি জানিয়েছেন, ২০১৪ টেট পাস ‘নট ইনক্লুডেড’ (যাঁরা দু-দু’বার ইন্টারভিউ দিয়েও এখনও চাকরি পাননি) ১৬,১০১ জন চাকরির প্রার্থী এবং ২০১৭ টেট পাস ৯৮৯৬ জন চাকরিপ্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। তিনি সকলকেই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য আবেদন জানিয়েছেন সংবাদমাধ্যমের মাধ্যমে। তবে, এর তীব্র বিরোধিতা বা প্রতিবাদ করেছেন নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারী এই নট ইনক্লুডেড প্রার্থীরা জানিয়েছেন, “বর্তমান পর্ষদ সভাপতি গৌতম পাল-ও তাঁর পূর্বসূরী মানিক ভট্টাচার্যের মতো ২০১৪ টেট পাস, প্রশিক্ষিতদের সঙ্গে বঞ্চনা করছেন।” তাঁদের মতে, দু’দুবার ইন্টারভিউ দিয়েও, তাঁরা বঞ্চিত। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী তাঁদের সকলের চাকরি পাওয়ার কথা। যেখানে, সাদা খাতা জমা দিয়েও হাজার হাজার প্রার্থীরা শিক্ষক হয়েছেন, সেখানে উপযুক্ত যোগ্যতা থাকা সত্ত্বেও, তাঁদের বঞ্চিত করে রাখা হয়েছে। পুনরায় নিয়োগের ‘গল্প’ শোনানো হচ্ছে! সর্বোপরি, নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের সংখ্যা নিয়েও পর্ষদ সভাপতির সঙ্গে একমত নন ২০১৪ টেট পাস চাকরিপ্রার্থীরা। তাঁদের মতে, নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের সংখ্যা কোনোভাবেই ১৬ হাজার হতে পারেনা। যদি ১৩ হাজার টেট পাস’কে ২০২১ সালে নিয়োগ করা হয়ে থাকে, সেক্ষেত্রে অবশিষ্ট টেট পাস, প্রশিক্ষিত প্রার্থী খুব বেশি হলে ৮-৯ হাজারের কাছাকাছি হবে। তাঁরা নিজেদের বক্তব্যের স্বপক্ষে মুখ্যমন্ত্রীর ২০২০ সালের নভেম্বর মাসের সাংবাদিক বৈঠকের বক্তব্য তুলে ধরছেন, যেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন টেট পাস ও প্রশিক্ষিত চাকরিপ্রার্থী আছেন ২০-২১ হাজার! এরপর, ১২-১৩ হাজার (পর্ষদ সভাপতির মতে, ১৩,৫৬৪) নিয়োগ হলে, ৮-৯ হাজার নট ইনক্লুডেডই পড়ে থাকেন। এই ধরনের প্রার্থীরা তাই সরাসরি নিয়োগের দাবিতে গত ২ মাস ধরে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

News Desk

Recent Posts

Midnapore: “মন্ত্রীসভাকে বাঁচালে, আমাদের কেন নয়?” সুপ্রিম শুনানির আগেই মেদিনীপুরে মোক্ষম প্রশ্ন ‘যোগ্য’ শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: "আমরা এখনও ধোঁয়াশার মধ্যে আছি। ওঁরা তো…

2 days ago

Midnapore: শালবনীতে জিন্দাল পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস! মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ব বঙ্গ বাণিজ্য…

2 days ago

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

4 days ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

4 days ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

6 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

7 days ago