দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ ফেব্রুয়ারি: অষ্টম শ্রেণী (Eight Pass) যোগ্যতায় পশ্চিম মেদিনীপুর জেলার ৮টি থানায় ‘অস্থায়ীভাবে‘ ১০০ জন হোমগার্ড (Home Guard / গৃহরক্ষী) নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে। গত ১০ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই শুরু হয়ে গেছে আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। আবেদন পত্র জমা দেওয়ার শেষ দিন আগামী শুক্রবার অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি (২০২৩)। গড়ে প্রতিদিন এই ৮টি থানায় ২০০টি করে আবেদন পত্র জমা পড়ছে বলে বিভিন্ন থানা সূত্রে জানা গেছে। জেলা পুলিশ সূত্রে এও জানিয়ে দেওয়া হয়েছে, এই নিয়োগ পুরোপুরি অস্থায়ী ও চুক্তিভিত্তিক। আগামী ৩০ জুন (২০২৩) চাকরির মেয়াদ শেষ হয়ে যাবে বলে জেলা পুলিশ সুপারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। বেতন প্রতিদিন ৫৬৫ টাকা বলেও জানানো হয়েছে। মূলত ট্রাফিক নিয়ন্ত্রণের জন্যই পশ্চিম মেদিনীপুর জেলার ৮টি থানায় আগামী ৩-৪ মাসের জন্য এই হোমগার্ড নিযুক্ত করা হবে বলে জানা গেছে।
পশ্চিম মেদিনীপুর জেলার যে ৮টি থানায় নিয়োগ করা হবে, সেগুলি হল যথাক্রমে- খড়্গপুর লোকাল (৩২); ডেবরা (১২); কোতোয়ালি (১২); শালবনী (১০); গড়বেতা (১০); নারায়ণগড় (৮); বেলদা (৮) ও দাঁতন (৮)। আগামী ১৭ তারিখ আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রতিটি থানার তরফে পৃথক পৃথক ভাবে নেওয়া হবে শারীরিক দক্ষতার পরীক্ষা। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি এই পরীক্ষা হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সেই পরীক্ষায় নির্বাচিতদের নাম জেলা পুলিশের কাছে পাঠিয়ে দেওয়ার পর জেলা পুলিশের তরফে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে বলেও জানা গেছে। চলতি মাসের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ হতে পারে বলেও সূত্রের খবর। তবে, নিয়োগপ্রাপ্তদের কার্যকালের মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন (৩০/৬/২০২৩)। নিচে দেখে নিন যোগ্যতার মানদণ্ড।
যোগ্যতার মানদণ্ড নিম্নরূপ:
A.বয়স:- ১৮ বছরের কম এবং ৪০ বছরের বেশি হবে না, ২০২৩ সালের ১লা জানুয়ারী তারিখের হিসেব অনুযায়ী ।
B.ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাস হতে হবে।
C.ভাষা :- আবেদনকারীকে বাংলা ভাষা বলতে, পড়তে এবং লিখতে সক্ষম হতে হবে।
D. পুরুষ প্রার্থীদের জন্য শারীরিক পরিমাপ পরীক্ষা :-
i.নুন্যতম উচ্চতা ১৬০ সেমি
ii.নুন্যতম বুক ৭৬ সেমি
iii.সর্বনিম্ন ওজন ৫১ কেজি
E. মহিলা প্রার্থীদের জন্য শারীরিক পরিমাপ পরীক্ষা:
i.নুন্যতম উচ্চতা ১৫২ সেমি
ii.সর্বনিম্ন ওজন ৪৪ কেজি
F. শারীরিক দক্ষতার পরীক্ষা-
i.পুরুষদের জন্য ১৬০০ মিটার দৌড় ৮ মিনিটের মধ্যে শেষ করতে হবে।
ii.মহিলাদের জন্য ৮০০ মিটার দৌড় ৫ মিনিটের মধ্যে শেষ করতে হবে ।
শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT) এবং শারীরিক দক্ষতার পরীক্ষা (PET) যোগ্যতা অর্জনের পরে, প্রার্থীকে লিখিত পরীক্ষায় (৫০ নম্বর) এবং তারপরে সাক্ষাৎকারে (Interview) (১০ নম্বর) বসতে হবে। প্রার্থীকে তালিকাভুক্তির আগে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
স্বতন্ত্র আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিগুলির জেরক্স সংযুক্ত করতে হবে-
i.আবেদনপত্র, যাহা ইউনিট ইনচার্জ দ্বারা যথাযথভাবে ফরোয়ার্ড করতে হবে।
ii.ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক পাস বুকের প্রথম পাতার জেরক্স এবং রঙিন পাসপোর্ট সাইজ ছবি (২ কপি)।